Select Page

মালয়েশিয়ায় আটক অনন্য মামুন!

মালয়েশিয়ায় আটক অনন্য মামুন!

আদম ব্যবসার অভিযোগে মালয়েশীয় পুলিশের হাতে আটক হয়েছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। এমনটা শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির বরাতে এ খবর জানালো রাইজিং বিডি।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক অনুষ্ঠানে অংশ নিতে ২২ ডিসেম্বর ঢাকার শোবিজের একঝাঁক তারকা দেশটির রাজধানী কুয়ালালামপুর গিয়েছেন। সেখানে পরদিন ‘বাংলাদেশী নাইটস’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে অংশ নেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, চিত্রনায়ক নিরব, ইমন, আমান রেজা, মিষ্টি জান্নাত, সাঞ্জু জন, আইরিন সুলতানা, আশনা হাবিব ভাবনা, তিথি কবিরসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস। অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনন্য মামুন।

এ অনুষ্ঠানের আড়ালে আদম ব্যবসার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে অনন্য মামুনকে মালয়েশিয়ার পুলিশ আটক করেছে বলে রাইজিংবিডিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র নিশ্চিত করেছে। অনুষ্ঠান দলে ছিলেন এমন একজন নাম প্রকাশ না করে বলেন, ‘মোট ৫৭ জনকে পুলিশ ধরেছে। আমাদের সাথে এরকম করা ওর (অনন্য মামুন) কোনোক্রমেই উচিৎ হয়নি। আমরা আগে থেকে বিষয়টি জানতাম না।’

ওই দলের অন্য আরেকজন বলেন, ‘আমি পালিয়ে আমার ভাইয়ের বাসায় চলে এসেছি। মামুনকে পুলিশ ধরে নিয়ে গেছে।’

মাস কয়েক আগেও অনন্য মামুন দেশি তারকাদের নিয়ে ওমানে কনসার্টের আয়োজন করেন মামুন।

বর্তমানে বন্ধন, তুই শুধু আমার ও চালবাজ সিনেমার সঙ্গে যুক্ত আছেন অনন্য মামুন। এর মধ্যে শেষ দুটি যৌথ প্রযোজনায় নির্মিত।


মন্তব্য করুন