Select Page

মালয়েশিয়ায় নওশাবা

মালয়েশিয়ায় নওশাবা

কাজী নওশাবা আহমেদ বর্তমানে নতুন ছবি ‘৯৯ ম্যানসন’র জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু।

এ ছবিটি নিয়ে নওশাবা মালয়েশিয়া থেকে মোবাইলে মানবজমিনকে বলেন, ‘প্রায় এক সপ্তাহ কেটে গেল মালয়েশিয়ায়। এখানকার বিভিন্ন লোকেশনে নতুন এ ছবির কাজ করছি। ছবিতে আমাকে একজন ইন্টেরিয়র ডিজাইনারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রথমবার কোনো ছবির কাজে দেশের বাইরে আসলাম। মালয়েশিয়ার পেনাংয়ের সুন্দর কিছু লোকেশনে বর্তমানে এ ছবির কাজ চলছে। থ্রিলারধর্মী এই ছবিতে চ্যালেঞ্জিং একটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। চলতি মাসের শেষে দেশে ফিরব।’

‘৯৯ ম্যানসন’-এ আরো আরো অভিনয় করছেন শামস, স্ট্যানিং মিতু, শিমুল খান প্রমুখ।

এ ছবির বাইরে নওশাবা অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানা যায়। তার বিপরীতে দেখা যাবে এবিএম সুমনকে। ছবিটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

নওশাবা অভিনীত প্রথম ছবির নাম ‘উধাও’। ছবিটি পরিচালনা করেন অমিত আশরাফ। এরইমধ্যে আরো বেশকিছু ছবির কাজ শেষ করেছেন তিনি। সেসবের মধ্যে রয়েছে এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতীর কথা’, ফখরুল আরেফিনের ‘ভুবন মাঝি’, ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙ্গর’ এবং খিজির হায়ত খানের ‘প্রতিরুদ্ধ’।


মন্তব্য করুন