Select Page

মাসুদ পথিকের ‘দ্য রমনা পার্ক’

মাসুদ পথিকের ‘দ্য রমনা পার্ক’

1476099_630891173636942_901929559_nআরেকটি কবিতাভিত্তিক সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন কবি মাসুদ পথিক। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি’ এবং নির্মলেন্দু গুণের ‘আমি হয়ত মানুষ নই’ কবিতা অবলম্বনে তার সিনেমার নাম ‘দ্য রমনা পার্ক’।

মাসুদ একটি সংবাদমাধ্যমকে জানান, ‘সম্প্রতি আমি কবিতার জন্য এইচএসবিসি কালি ও কলম পুরষ্কার পেয়েছি। পুরষ্কার গ্রহণ করতে গিয়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে পরিচিত হই। তার অমল কান্তি কবিতা অবলম্বনে সিনেমা বানাতে চাইলে তিনি সানন্দে তৎক্ষনাথ লিখিত সম্মতি দেন। আশা করছি এই ছবিটিও দর্শক নন্দিত হবে।’

জুন মাসের যে কোনো দিনে শুরু হবে এ ছবির শুটিং। তবে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে তার প্রথম ছবি ছিল কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। গত বছরের শেষ দিকে ছবিটির প্রেস শো হয়। জুনে ছবিটি সারাদেশের ২০টি হলে মুক্তি পাবে।


মন্তব্য করুন