Select Page

‘মাসুদ রানা’র বাজেট ৮৩ কোটি টাকা!

‘মাসুদ রানা’র বাজেট ৮৩ কোটি টাকা!

অনেকদিন চুপচাপ থাকার পর জাজ মাল্টিমিডিয়া ‘মাসুদ রানা’ নিয়ে আবারো সরব হলো। এক ফেসবুক পোস্টে জানানো হয় বিস্তারিত। বলা হচ্ছে, ‘মাসুদ রানা’র শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার বাজেট করা হয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা।

এবার পড়ে নিন বিস্তারিত-

“মাসুদ রানা
বাঙালির স্বপ্নের চরিত্র, সুপার হিরো। তরুণদের আইডল, তরুণীদের স্বপ্নের পুরুষ, কাজী আনোয়ার হোসেন স্যারের অনন্য সৃষ্টি ‘মাসুদ রানা’কে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের শুটিং শুরু হতে যাচ্ছে।
গুছাতে একটু দেরী হয়ে গেলো। কারণ, মাসুদ রানা এখন শুধু আর বাঙালির মাঝে সীমাবদ্ধ থাকছে না। ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। কারণ সম্পূর্ণ সিনেমাটি তৈরি হচ্ছে হলিউডে এবং রিলিজ হবে ওয়ার্ল্ড ওয়াইড। সিনেমাটি দুইটি ভাষায় তৈরি হবে- বাংলা ও ইংলিশ। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও কোলকাতায়। আর সারাবিশ্বে এক যোগে ইংরেজি ভাষায় মুক্তি পাবে। তবে বাংলাদেশ ও কোলকাতার মাল্টিপ্লেক্স গুলোতেও ইংরেজি ভাষার সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।
সিনেমাটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, সাথে সহযোগী প্রযোজক হিসাবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং হলিউড এর প্রযোজনা প্রতিষ্ঠান SILVERLINE।

মাসুদ রানা- নিয়ে আমাদের মার্কেটিং প্ল্যান অন্যরকম। এই প্রথম হলিউডের মুভিতে একজন মুসলমান স্পাইকে দেখা যাবে মূল চরিত্রে। তাই আমাদের মার্কেটিং প্ল্যান থাকবে, মাসুদ রানাকে বিশ্বের অন্যতম সেরা মুসলিম স্পাই হিসেবে জনপ্রিয় করা। পৃথিবীর মোট জনসংখ্যার ২৪.১% মুসলমান। অর্থাৎ ১.৮ বিলিয়ন মুসলমান। যদি ১০% মুসলমানও এই সিনেমাটি দেখে তাহলে ১৮০ মিলিয়ন লোক এই সিনেমা দেখবে। আমরা এটি অর্জন করতে চাই। আর এটাই হবে আমাদের মার্কেটিং পলিসির মূল লক্ষ্য ।

আপনারা ইতিমধ্যে জানেন “মাসুদ রানা” মুভিটির জন্য কাজী আনোয়ার হোসেন স্যারের লেখা- “ধ্বংস পাহাড়” সহ ৩টি উপন্যাসের কপিরাইট নিয়েছি আমরা। মুভির চিত্রনাট্য- পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন- আবদুল আজিজ, আসিফ আকবর ও এই সময়কার পাঠকপ্রিয় তরুণ থ্রিলার লেখক নাজিম উদ দৌলা। এরপর হলিউডের প্রফেশনাল স্ক্রিপ রাইটার মুভি ক্রিটিকরা অনেক ফাইন টিউন করে হলিউড স্ট্যান্ডার্ডের একটি স্ক্রিপ্ট তৈরি করেছে । এর পরে CIA এর প্রাক্তন একজন স্পাই মাসুদ রানার প্রজেক্ট উপদেষ্টা হিসাবে কাজ করেছে । যাতে মাসুদ রানার লুক সত্যিকারের একজন স্পাই এর মত হয় ।

মাসুদ রানার শুটিং হবে- মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার বাজেট করা হয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা।

মাসুদ রানা চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের ডিরেক্টর আসিফ আকবর। অসাধারণ ট্যালেন্টেড এই নির্মাতা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ফিল্মমেকিং এর উপর উচ্চতর পড়াশোনা করেছেন। ইতিমধ্যে তিনি হলিউডে ৩টি সিনেমা পরিচালনা ও বেশ কিছু নামকরা সিনেমা প্রযোজনা করে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন।

ডিরেক্টর অফ ফটোগ্রাফিতে থাকছেনঃ PETER FIELD – উনি The Fast and the Furious 9 এর স্যুটিং শেষ করে বর্তমানে ইংল্যান্ডে JAMES BOND সিরিজের Bond-25 এ DOP হিসাবে কাজ করছেন। এর আগে তিনি- Star War: The Last Jedi, Rogue One: A Star War Story, Jason Bourne, Mission Impossible: Rogue Nation, JAMES BOND সিরিজ এর (Spectra, Sky Fall, Quantum Of Solace, Die Another Day, Tomorrow Never Dies), Captain America: The First Avenger সহ অনেক বিশ্ববিখ্যাত সিনেমার DOP বা ক্যামেরাম্যান হিসাবে কাজ করেছেন। উনাকে বলা হয় James Bond এর নিয়মিত ক্যামেরা ম্যান ।

PHIL TAN- মাসুদ রানা সিনেমার ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করবেন তিনি। Inception, Batman, Transformar সহ অনেক বিখ্যাত সিনেমাতে তিনি ফাইট ডিরেক্টরের কাজ করেছেন।

The Fast and The Furious সিরিজের শেষ দুইটি সিনেমার চেজিং দৃশ্য গুলো যে টিম করেছে, তারাই মাসুদ রানা সিনেমার চেজিং দৃশ্য গুলো ধারণের কাজ করবে ।

চলচ্চিত্রে উল্লেখযোগ্য চরিত্রগুলোতে অভিনয় করছেনঃ

MICKEY ROURKE- Iron Man 2 খ্যাত Mickey Rourke একজন অস্কার নমিনিটেড হলিউডের জাঁদরেল অভিনেতা। ক্যারিয়ারে অনেক উল্লেখযোগ্য মুভিতে কাজ করেছেন তিনি।

GABRIELLA WRIGHT- উনি অভিনয় করেছেন The Transporter, What Lies Within, Everly সহ আরও অনেক বিখ্যাত কিছু হলিউডের সিনেমাতে।

KHALI– WWE খ্যাত ৭’১” উচ্চতার The Great Khali অভিনয় করছে মাসুদ রানাতে। ওর সাথে রানার মুখোমুখি লড়াই হবে ।

DANIEL BERNHARDT- ট্যালেন্টেড এই অভিনেতা হলিউডের John Wick, Atomic Blonde, The Matrix Reloaded এর মতো সিনেমায় অভিনয় করেছেন ।

MICHAEL PARE- হলিউডের ১৫০ এর অধিক চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেতা।

মাসুদ রানাঃ মাসুদ রানার ভূমিকায় অভিনয় করতে চলেছেন বাংলাদেশেরই একজন। যথাসময়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে তার নাম ঘোষণা করা হবে।

রুপাঃ সিনেমার অন্যতম নারী চরিত্র রুপার ভূমিকাতেও অভিনয় করবেন বাংলাদেশের একজন অভিনেত্রী । যথাসময়ে নাম জানিয়ে দেওয়া হবে।

সুলতাঃ সুলতার চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের প্রথম শ্রেণির একজন নায়িকা । তার নামও যথাসময়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ঘোষণা করা হবে।

কবির চৌধুরীঃ মাসুদ রানার চিরশত্রু কবির চৌধুরীর ভুমিকায় অভিনয় করবেন বাংলাদেশের একজন শক্তিমান অভিনেতা। যথাসময়ে তার নাম জানানো হবে।

রাহাত খানঃ মাসুদ রানার বস রাহাত খানের ভূমিকায় অভিনয় করতে চলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসর প্রাপ্ত মেজর জেনারেল ।

সম্ভবত এই প্রথম একই মুভিতে হলিউড, বলিউড, ঢালিউড, টালিউড সহ আরও বিভিন্ন মুভি ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করতে চলেছেন। অর্থাৎ, মুভির গল্পে যে চরিত্র যেই দেশের, অভিনয় শিল্পীও নেওয়া হচ্ছে সেই দেশ থেকেই। তাই নিঃসন্দেহে বলা যায় মাসুদ রানা হতে যাচ্ছে একটি পরিপূর্ণ প্যাকেজ, আন্তর্জাতিক মানসম্মত একটি স্পাই থ্রিলার মুভি। আশা করছি মাসুদ রানার হাত ধরে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে কয়েক ধাপ !

বাংলা চলচ্চিত্রের দূর্দিনে হাল ধরেছিলো জাজ মাল্টিমিডিয়া। এখনও বাংলা চলচ্চিত্রের উন্নয়নে নিরলস কাজ করে চলেছি আমরা এবং ইনশাল্লাহ আগামীতেও এগিয়ে যাবো এই পথে।”


মন্তব্য করুন