Select Page

মাসুদ রানা টিমের সঙ্গে এবিএম সুমন

মাসুদ রানা টিমের সঙ্গে এবিএম সুমন

‘মাসুদ রানা’ সিনেমায় বলিউডের শ্রদ্ধা কাপুরের থাকা না থাকা নিয়ে রহস্য শেষ হয়নি। এর মাঝে শোনা যাচ্ছে নাম ভূমিকায় থাকছেন এবিএম সুমন।

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছবির টিমের সঙ্গে ‘রুদ্র’ সিনেমার নায়কের একটি ছবি প্রকাশ হয়েছে। ছবিটি শেয়ার করেছেন ‘মাসুদ রানা’র সেকেন্ড ইউনিট ডিরেক্টর ফিলিপ টান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করে তিনি ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া ‘মাসুদ রানা’র সিনেমার লোকেশন হিসেবে প্রকাশ হওয়া থাইল্যান্ড ও মরিশাস ভ্রমণের কিছু ছবিও দিয়েছেন তিনি।

একটি ছবিতে দেখা যাচ্ছে ‘মাসুদ রানা’ ছবির পরিচালক আসিফ আকবর, ফিলিপ টান, বাংলাদেশের শহীদুল আলম সাচ্চু, পরিচালক এস আই খানসহ সংশ্লিষ্টদের সঙ্গে দাঁড়িয়ে আছেনি এবিএম সুমন। সুমনের পরনে সাদা শার্ট, কালো প্যান্ট ও টাই।

এর মধ্যে ‘মাসুদ রানা’র ইংরেজি টাইটেল ‘এমআর নাইন’ লিপিবদ্ধ হয়েছে ইন্টারনেট মুভি ডেটাবেজে। সেখানে নায়ক হিসেবে এবিএম সুমনের নাম উল্লেখ করা হয়েছে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। জানা যায়নি ছবির ভিলেন কবির চৌধুরী কে হচ্ছেন!

আগেই জানা গেছে, ‘মাসুদ রানা’ ছবিতে থাকছেন হলিউডের কয়েকজন অভিনেতা। এরা হলেন মিকি রোর্ক, গ্যাব্রিয়েলা রাইট, ড্যানিয়েল বেনহার্ট, মাইকেল পেরে এবং রেসলিং তারকা দ্য গ্রেট খালি।

ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হিসেবে থাকছেন ‘জেমস বন্ড’ সিরিজসহ হলিউডের আরও অনেক জনপ্রিয় ছবির ডিওপি পিটার ফিল্ড। ‘ইনসেপশন’, ‘ব্যাটম্যান’ ও ‘ট্রান্সফরমার’ সিরিজের ফাইট ডিরেক্টর ফিল ট্যান আছেন এই ছবিতে। ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ সিরিজের শেষ দুটি ছবির চেজিং দৃশ্যগুলো যে টিম করেছে, তারাই ‘মাসুদ রানা’ ছবির চেজিং দৃশ্যগুলো ধারণ করবে।

‘মাসুদ রানা’ সিরিজের ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, এরই মধ্যে ছবির অনেক কিছুই চূড়ান্ত হয়েছে। যেমন ছবিটি পরিচালনা করবেন হলিউডের আসিফ আকবর। ছবির বাজেট ৮৩ কোটি টাকা। শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। ছবিটি দুটি ভাষায় তৈরি হবে—বাংলা আর ইংরেজিতে। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও ভারতের কলকাতায়। সারা বিশ্বে একযোগে ইংরেজি ভাষায় ছবিটি মুক্তি পাবে।

এই ছবির চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা। এরপর হলিউডের পেশাদার স্ক্রিপ্ট রাইটার আর চলচ্চিত্র সমালোচকদের নিয়ে চূড়ান্ত চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছাড়া সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের হলিউডের সিলভার লাইন। আগেই জানা গেছে, চলচ্চিত্রের জন্য ‘ধ্বংস পাহাড়’সহ ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

৩০ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।


মন্তব্য করুন