Select Page

মাস শেষে জানা যাবে জিৎ-মোশাররফ করিম এক ছবিতে থাকছেন কিনা!

মাস শেষে জানা যাবে জিৎ-মোশাররফ করিম এক ছবিতে থাকছেন কিনা!

প্রথম সিনেমা ‘বায়োপিক’-এর শুটিং এখনো শুরুই করতে পারেননি টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এরই মধ্যে নাকি পরের সিনেমার প্রস্তুতি গুছিয়ে নিচ্ছেন। ঠিকঠাকও হয়ে গেছে প্রধান দুই পুরুষ। সেই ছবির নামও ‘দ্বিতীয় পুরুষ’।

সঞ্জয় অভিনেতার সম্পর্কে যা বললেন সেটা বেশ চমক জাগানিয়া। এ সিনেমায় বাংলাদেশের টিভি সুপারস্টার মোশাররফ করিমের সঙ্গে থাকতে পারেন কলকাতার সিনেমার সুপারস্টার জিৎ

গণমাধ্যমের কাছে সঞ্জয় সমাদ্দার জানান, মোশাররফ করিম ও জিতের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে নিয়েছেন তিনি। দু’জনেই গল্প পছন্দ করছেন। তবে পাকা খবর পাওয়া যাবে ৩০ অক্টোবর।

আগামী নভেম্বরে সঞ্জয় ‘বায়োপিক’-এর শুটিং করবেন। সেটা শেষ করে নতুন বছরের জানুয়ারিতে ‘দ্বিতীয় পুরুষ’ মিশনে নামবেন।

ফেব্রুয়ারিতে মোশাররফ করিম অভিনীত কলকাতার সিনেমা ‘ডিকশনারি’ মুক্তি পায়। এতে তার সহশিল্পী ছিলেন আবির চ্যাটার্জি ও নুসরাত জাহান। জিতকে সর্বশেষ দেখা গেছে গত দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়া ‘বাজি’ সিনেমায়। যেখানে তার নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী। ভারতের পাশাপাশি সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেয়েছে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares