Select Page

মাহির আইটেম গান, দেখুন…

মাহির আইটেম গান, দেখুন…

# অগ্নি টু’র পর আবার আইটেম গানে মাহি
# এবার সঙ্গে আছেন ডিএ তায়েব
# পরিচালক বদিউল আলম খোকন বলেন, আশা করি তাদের রসায়ন দর্শকরা সুন্দরভাবে গ্রহণ করবেন

অগ্নি ও অগ্নি টু সিনেমার আইটেম গানে এর আগে দর্শক দেখেছেন মাহিকে। এবার নতুন ছবিতে প্রায় একইভাবে এসেছেন তিনি। ডিএ তায়েব ও মাহির নতুন ছবি ‘অন্ধকার জগত: দ্য ডার্ক’-এর দ্বিতীয় গান ‘রোমিও খুঁজে জুলিয়েট’ ইউটিউবে অবমুক্ত করা হয়েছে।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর-সংগীত করেছেন আলী আকরাম শুভ। গেয়েছেন রুমানা ইসলাম রোমা।

এদিকে ছবির পরিচালক বদিউল আলম খোকন জানিয়েছিলেন ১৯ অক্টোবর মুক্তি দেওয়ার কথা ছিল ছবিটি। তবে সেটা হয়নি। নতুন তারিখটি এখনও চূড়ান্ত হয়নি।

পরিচালক বলেন, ‘সিনেমাটিতে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরা হয়েছে। বোঝানোর চেষ্টা করা হয়েছে খারাপ হওয়া মানুষেরা ভালো হয় কীভাবে। এই ছবির মাধ্যমে প্রথমবার মাহি ও তায়েব একসাথে অভিনয় করছেন। আশা করি তাদের রসায়ন দর্শকরা সুন্দরভাবে গ্রহণ করবেন।’


মন্তব্য করুন