Select Page

মাহির আপত্তি

মাহির আপত্তি

72426_e1সাম্প্রতিক সময়ে অসৌজন্যমূলক আচরণের জের ধরে জাকির হোসেন রাজু জাজ মাল্টিমিডিয়ার ছবি থেকে বাদ পড়েছেন সম্ভাবনাময় নায়ক সায়মন। সেই একই ঘটনার জের ধরে নায়িকা মাহি সায়মনের সাথে কাজ করতে আপত্তি জানিয়েছেন। সরে গেছেন একটি ছবি থেকে।

কয়েক মাস আগে এই জুটির পোড়ামন ব্যবসায়িক সফলতা পেয়েছিল। এরপর ‘ত্রিভুজ প্রেম’ নামের একটি ছবিতে কাজ করার কথা ছিল তাদের। রাজু চৌধুরী পরিচালিত এ ছবিতে সাইমন-মাহির কাজ করা ছিল চূড়ান্ত। কিন্তু হঠাৎ করেই মাহির আপত্তি। আবিষ্কারক জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সাইমনের দূরত্ব তৈরির কারণেই মাহির এ আপত্তি বলে জানা গেছে।

মীনা ফিল্মসের ব্যানারে ‘ত্রিভুজ প্রেম’ ছবিটি নির্মাণ হওয়ার কথা। প্রযোজক মো. আলী ও হিমেল এবং পরিচালক রাজু চৌধুরী সাইমনের সঙ্গে নতুন দু’জন নায়িকা নিয়ে এ ছবির কাজ শুরু করবেন বলে জানা গেছে।

এদিকে যে সারা জেরিনকে নিয়ে সমস্যার সূত্রপাত তার সাথে সায়মন কাজ করছেন ‘বন্ধু তোর লাগিয়া পরান কান্দে’ ছবিতে।

সূত্র: মানবজমিন


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares