Select Page

মাহির ‘কৃষ্ণপক্ষ’ কাটল

মাহির ‘কৃষ্ণপক্ষ’ কাটল

krishnopokko-mahi

শুক্রবার মুক্তি পেল মাহি অভিনীত ‘কৃষ্ণপক্ষ’। তার মধ্য দিয়ে এ অভিনেত্রীর দীর্ঘদিনের পর্দা খরা কাটল।

মাহির সর্বশেষ সিনেমা ‘অগ্নি টু’ মুক্তি পায় ২০১৫ সালে জুলাইয়ে। পরের বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেল ‘কৃষ্ণপক্ষ’। বাংলাদেশের জনপ্রিয় তারকাদের ক্ষেত্রে সাধারণত এতো লম্বা পর্দা অনুপস্থিতি দেখা যায় না। আর যদি দেখাও যায়, মাহির জন্য বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ।

মূলত আবিস্কারক প্রতিষ্ঠান জাজের সঙ্গে দ্বন্দ্বের সূত্র ধরে মাহিকে যেতে হয়েছে বিরতিতে। এ ছাড়া ছিল সিনেমা ছেড়ে দেওয়া ঘোষণাসহ অযাচিত কিছু গুজব। এর আগে জাজের তত্ত্বাবধানে অন্য ব্যানারে দুই-একটি সিনেমায় অভিনয় করেছেন মাহি। কিন্তু জাজেরই নায়িকা ছিলেন। ফলে জাজ ছাড়ার পর কঠিন পরীক্ষায় পড়েন।

কয়েকটি কারণে মাহি আবার ফিরে আসলেন। তার মধ্যে আছে টিকে থাকার লড়াইয়ে মনোবল ও দর্শক চাহিদা। কারণ, এখনও ধরা হয় যে কয়েকজন তারকার নামে হলে দর্শক আছে, তাদের অন্যতম মাহি। আর তিনি দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছেন। তার প্রমাণ ‘কৃষ্ণপক্ষ’ ও অনলাইন আলোচনা।

জাজ থেকে বাদ পড়ার পর মাহিকে দেখা গেছে বার বার কলকাতায় যেতে। কথা বলেছেন নিজের প্রযোজনা নিয়ে। গুজব উঠছিল নতুন নতুন সিনেমা নিয়ে। কিন্তু কোনোটাই ব্যাটে-বলে মিলছিল না। তারপর হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওনের পরিচালনায় ফিরলেন ‘কৃষ্ণপক্ষ’ টিমে। যা বছরের অন্যতম চমক।

mahi

‘কৃষ্ণপক্ষ’র আকর্ষণ কম নয়। তাতে বাড়তি কিছু দিলেন মাহি। সিনেমাটি যেমন ব্যবসা করুক কামব্যাক হিসেবে মাহির জন্য ভালো কিছু।

ইতোমধ্যে মাহির ক্যারিয়ারে চাঙ্গাভাব ফিরে এসেছে। একের পর এক বড় প্রজেক্টে চুক্তিবদ্ধ হচ্ছেন। সবমিলিয়ে শুক্লপক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন এ তারকা। শুভ কামনা!


মন্তব্য করুন