Select Page

মাহির বিয়েতে চটেছেন মিশা ও খোকন

মাহির বিয়েতে চটেছেন মিশা ও খোকন

mahi

বিয়ে করায় মাহির উপর চটেছেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর ও পরিচালক বদিউল আলম খোকন। জনপ্রিয় এ নায়িকার বিয়েকে তারা ভালো চোখে দেখছেন না।

এক মন্তব্যে মিশা বলেন, ‘এমন কাজে আমি মোটেও শুভেচ্ছা জানাতে পারছি না। কারণ আমাকে মিশা সওদাগর হিসেবে পরিবার তৈরি করেনি। ভক্ত, দর্শক সর্বোপরি দেশের মানুষ মিশা সওদাগর হিসেবে তৈরি হতে সাহায্য করেছে। সুতরাং তাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েই যায়। তাদের মতামতকে আমার প্রথম গুরুত্ব দিতে হয়। তারপর পরিবার। সুতরাং পরিবারকে গুরুত্ব দিতে গিয়ে ইন্ডাস্ট্রির প্রতি আমার কোনো দায়বদ্ধতা থাকবে না এটি হতে পারে না। হুটহাট কোনো সিদ্ধান্ত নেয়া কোনো তারকাকেই মানায় না। এসব তারকাদের নিয়ে আমি সত্যি হতাশ।’

শুধু মাহির বিয়ে নয়, কয়েক মাস আগে বিয়ে করা আরিফিন শুভর প্রতিও নাখোশ মিশা সওদাগর। দায়িত্ব ও কান্ডজ্ঞানহীন কাজের জন্য তারকাদের এসব ঘটনাকে তিনি ‘ফাজলামো’ হিসেবেই মূল্যায়ন করেন বলে জানিয়েছেন।

এদিকে কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে বদিউল আলম খোকনের নতুন সিনেমা ‘হারজিৎ’-এর শুটিং। ফার্স্টলুকও প্রকাশ হয়েছে। এরই মাঝে নায়িকা বিয়ে করে ফেলায় তিনি ভীষণ বিরক্ত। ক্ষোভের সঙ্গে খোকন বলেন, ‘মাহিকে নিয়ে আমার পরপর দুটি ছবি করার কথা। সব কিছু চূড়ান্ত। গল্পও তাঁকে ঘিরে। অথচ হঠাৎ করে তিনি বিয়ে করলেন। মাহি হয়তো জানেন না, বাংলাদেশের দর্শক বিবাহিত নায়িকাকে পর্দায় দেখতে চান না। উদাহরণ মৌসুমী, শাবনূর, সাহারা থেকে শুরু করে অনেকেই। তাঁর কাছে আমি এমন অপেশাদার আচরণ আশা করিনি। বিয়ে করেছেন ভালো কথা, ঘটা করে মানুষকে জানানোর প্রয়োজনটা কী সেটাও আমার বোধগম্য নয়। ইন্ডাস্ট্রির অনেকেই তো বিয়ে করেছেন। কই! কেউ কি এভাবে সাংবাদিক ডেকে প্রকাশ করেছেন? মাহির এমন খামখেয়ালিপনায় আমার অন্তত দুই কোটি টাকার ক্ষতি হলো।’

সূত্র : বাংলানিউজ২৪, যুগান্তর ও কালের কণ্ঠ


Leave a reply