Select Page

ফের স্থগিত প্রযোজক সমিতির নির্বাচন

ফের স্থগিত প্রযোজক সমিতির নির্বাচন

bfdc

বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে নাটকের শেষ নেই। অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৮ মে। তার মাত্র দুইদিন আগে আদালতের নির্দেশে তিন মাসের জন্য স্থগিত হলো।

এক সপ্তাহ আগের কথা সমিতির সভাপতির আসনে দুই প্রার্থী সমঝোতার সঙ্গে এক বছর করে ক্ষমতা ভাগ করে নেবেন বলে গণমাধ্যমকে সিদ্ধান্ত জানানো হয়। দুই প্রার্থী হলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ও খোরশেদ আলম খসরু।কিন্তু নির্বাচনের দিন ঘনিয়ে আসতে পাল্টে যায় রূপ।

নাসির উদ্দিন নামের চলচ্চিত্র প্রযোজক সমিতির একজন সদস্য এবং ভোটারের (ভোটার নং-২৪) গত ২২ মে করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালত ২৬ মে (বৃহস্পতিবার) তিন মাসের জন্য নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করেন।

নাসির উদ্দিন রিটে (পিটিশন নং- ৫৯৯৬-২০১৬) উল্লেখ করেন, ‘খোরশেদ আলম খসরু, শামসুল আলম, শরীফ উদ্দিন খান দীপু ও মনতাজুর রহমান- চার প্রার্থীগন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির বিগত তিন মেয়াদে পরপর নির্বচিত হয়েছিলেন। সমিতির সংঘবিধি এবং টি, ও, রুল অনুযায়ী উপরোক্ত ব্যক্তিগন বর্তমান নির্বাচন ২০১৬-২০১৮ তে প্রার্থী হতে পারেন না। এই অবৈধ প্রার্থীগনের বিরুদ্ধে প্রতিকার চেয়ে আমি মহামান্য হাইকোর্ট-এ রিট আবেদন করছি।’

তবে মামলার প্রতিবাদ করে খোরশেদ আলম খসরু বলেন, ‘এই মামলার কনটেস্ট অবশ্যই আমরা করব। কারণ, আমরা চারজন সভাপতি পদে তিন টার্ম নির্বাচিত হলেও টানা ছয় বছর তো আমরা সভাপতি পদে থাকতে পারিনি। কারণ, মাঝে প্রশাসন দায়িত্ব নিয়েছিল। প্রশাসন দুই বছর এই সমিতির দেখভাল করেছে। এই মামলা বা হাইকোর্ট থেকে চিঠি পাঠানো একটা ষড়যন্ত্র। যেটা আবদুল আজিজ সাহেব করেছেন বলে মনে করছি। চলচ্চিত্রের সুদিন ফেরার  লক্ষ্য নিয়ে সমঝোতা করেছিলাম। তিনি এ কাজটা ভালো করেননি। আমরা সমঝোতা চেয়েছিলাম।’

অন্যদিকে, আবদুল আজিজ বুধবার রাতে ভারতে গিয়েছেন। তিনি এক চিঠিতে বলেন, ‘দু:খ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে একজন সম্মানিত ভোটারের আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট প্রযোজক সমিতির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন উপরোক্ত পরিস্থিতিতে আমি এবং আমার কমিটির সকল প্রার্থী হতাশ। আমরা আপনাদের পাশে ছিলাম এবং থাকবো।’

উল্লেখ নানা বিবাদের জের ধরে কয়েকবছর ধরে প্রশাসকের অধীনে কাজ করছে প্রযোজক পরিবেশক সমিতি। একাধিকবার নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও ভেস্তে যায় আদালতের নির্দেশনায়।

সূত্র : ভোরের কাগজ ও মানবজমিন


মন্তব্য করুন