Select Page

মাহি কি সেলফি ম্যানিয়াক?

মাহি কি সেলফি ম্যানিয়াক?

Mahi২০১২ সালে ভালোবাসার রং সিনেমায় যাত্রা শুরু করা মাহি তিন বছরের মধ্যেই চলচ্চিত্র ছেড়ে দেয়ার ঘোষনা দিয়ে আলোচনার শীর্ষে পৌছান। অবশ্য, আরও অনেক তারকার মত তিনিও তার ঘোষনা থেকে ফিরে এসেছেন এবং তার পরবর্তী চলচ্চিত্র অগ্নি-২-তে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। চলচ্চিত্রে থাকুন বা না থাকুন, মাহি সবসময়ই ফেসবুকে সরব। প্রতিদিনই বিভিন্ন সেলফি তুলে প্রকাশ করছেন। আমেরিকায় অবস্থানকালীন সময়েও তিনি সেলফি ছবি ও ভিডিও শেয়ার করেন। তবে কি মাহি সেলফি ম্যানিয়াক?

সাম্প্রতিক এক সাক্ষাতকারে ঠিক এ প্রশ্নটিই করা হয়েছিল মাহিয়া মাহিকে। বাংলামেইলের সাথে দেয়া সাক্ষাতকারে মাহি স্বীকার করেন নি, তবে অস্বীকারও করেন নি। মাহি জানিয়েছেন নিজেকে আপডেট রাখার জন্য তিনি সেলফু তুলে আপলোড করেন।

মাহি বলেন, “ফেসবুকই আমার জান প্রাণ। নিজেকে সবসময় আপডেট রাখার জন্য কিছুক্ষণ পরপর ছবি তুলো আপলোড করি। আমি কখন কি করি? কি অবস্থায় আছি এটা সবার জানা উচিত। সে ভাবনা থেকেই সেলফি তুলে আপলোড করি। ফেসবুকটা আমার কাছে অন্য একটি দুনিয়ার মত। যেখানে আমার নিজের অবস্থানটাকে তুলে ধরা সহজ।”


মন্তব্য করুন