Select Page

মায়াবিনীর হল তালিকা

মায়াবিনীর হল তালিকা

সারাদেশে মুক্তি পাচ্ছে আকাশ আচার্য্য পরিচালিত ‘মায়াবিনী‘। তুতীয় লিঙ্গের মানুষের গল্প নিয়ে নবাগত এই পরিচালক নির্মাণ করেছেন প্রথম চলচ্চিত্র। জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক ও আইরিন। আরো আছেন  কাজী হায়াৎ, অমিত হাসান, সিবা শানুসহ অনেকে। সিনেমাটি ৫৫টি হলে মুক্তি পেয়েছে।

ঢাকা : মধুমিতা, সনি, পূরবী, মুক্তি, চিত্রামহল, জোনাকী, পূর্ণিমা, গীত, পূনম, শাহীন, বি জি বি, সৈনিক ক্লাব ও এশিয়া।

ঢাকার বাইরে : চম্পাকলি (টঙ্গী), নিউ গুলশান (জিঞ্জিরা), চাঁদমহল (কাচপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), রানীমহল (ডেমরা), উল্কা (জয়দেবপুর), হীরামন (নেত্রকোনা), ঝঙ্কার (বকশিগঞ্জ), পুরবী (চট্টগ্রাম), পান্না (মুক্তারপুর), মেহেরপুর সিনেমা (মেহেরপুর), রুমা (মুক্তাগাছা), নন্দিতা (শিমুলতলি), ঝংকার (পাঁচদোনা), নন্দিতা (সিলেট), সাগর (কালিয়াকৈর), রাজ (কুলিয়ারচর), কেয়া (টাঙ্গাইল), মাধবী (মধুপুর), ফাল্গুনী (নাগরপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), মণিহার (যশোর), মৌসুমী (সিরাজগঞ্জ), বর্ণালী (নোয়াপাড়া), পালকী (চান্দিনা), নিউ রজনীগন্ধা (সিরাজগঞ্জ চালা), কাকলী (শেরপুর), মনোয়ার (জামালপুর), সঙ্গীতা (খুলনা), সঙ্গীতা (সাতক্ষীরা), চিত্রালী (খুলনা), শাপলা (রংপুর), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্ট:), নবীন (মানিকগঞ্জ), বনানী (কুষ্টিয়া), অভিরুচি (বরিশাল), আলমাস (চট্টগ্রাম), লালমনি (লালমোহন), মানসী (কিশোরগঞ্জ), উপহার (রাজশাহী), হ্যাপি (লক্ষ্মীপুর) ও চন্দ্রা (পটিয়া)।


মন্তব্য করুন