Select Page

মায়া মাখা গানে ‘তালাশ’ (ভিডিও)

মায়া মাখা গানে ‘তালাশ’ (ভিডিও)

কিছুদিন আগে পয়লা পোস্টারে নীল বেদনা ছড়িয়েছিল ‘তালাশ’। এবার প্রথম গানে আরও মায়া ছড়ালো, শিরোনাম ‘মায়া মাখা’।

পরিণতি না পাওয়া প্রেম, হৃদয়ের জমা ক্ষত, নিদানের ব্যর্থ চেষ্টা এই গান জুড়ে। বলছে, কেউ সুখী নয়!

সৈকত নাসিরের ছবি ‘তালাশ’। শবনম বুবলি ও আদর আজাদের গল্প উঠে এসেছে। কেউ কেউ বলছেন, গল্প বলে দিয়েছে গান। আবার কেউ বলছেন, গল্পের পরও থাকে গল্প। মায়া মাখা গল্প।


শুক্রবার রাতে প্রকাশ গানটিতে কণ্ঠ দিয়েছেন এ আর রাব্বী, সুরও তার। কথা রনক ইকরামে, সংগীত করেছেন দীন ইসলাম শারুখ।


মন্তব্য করুন