Select Page

মাহি-বাপ্পী-সাইমনকে নিয়ে ‘লাইফ’

মাহি-বাপ্পী-সাইমনকে নিয়ে ‘লাইফ’

বাপ্পী চৌধুরী ও সাইমন সাদিক- দুজনের সঙ্গে মাহিয়া মাহির হিট ও আলোচিত সিনেমা রয়েছে। তবে দুই নায়ককে নিয়ে একসঙ্গে পর্দায় দেখা দেননি তিনি। এমনকি বাপ্পী ও সাইমন একসঙ্গে কাজ করেননি। এবার তা-ই হতে যাচ্ছে।

এই ভাবনাটা ভেবেছেন ব্যস্ত পরিচালক সৈকত নাসির ও ‘স্বপ্নবাজি’ সিনেমার মাধ্যমে প্রযোজনায় আসা ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন।

পিয়াল বলেন, ‘আমরা সাইমন আর বাপ্পীকে নিয়ে একটি সিনেমা করতে চাই। এখন গল্প লেখার কাজ চলছে। দুজনই যার যার জায়গা থেকে জনপ্রিয়। তাই গল্পটি এমনভাবে তৈরি করব যাতে পর্দায় দুজনের গুরুত্বই সমান থাকে। তারা ছাড়াও ইউ গট দ্য লুক প্রতিযোগিতা থেকে উঠে আসা মডেল আসিফ আহসান খানও থাকবেন নায়ক হিসেবে। এটি হবে তিন নায়ক আর এক নায়িকার গল্প।’

নায়িকা প্রসঙ্গে বলেন, ‘আমি স্বপ্নবাজি সিনেমা করার আগে যখন নায়িকা হিসেবে মাহিয়া মাহিকে ভাবছিলাম, তখন তার সম্পর্কে দূর থেকে অনেক কথা বলে অনেকেই আমাকে ভয় দেখিয়েছিল। কিন্তু তার সঙ্গে কাজ করে মনে হয়েছে তিনি অসম্ভব মেধাবী ও ভদ্র একজন শিল্পী। তার কাজে এতটাই মুগ্ধ যে, পরবর্তী সিনেমাতেও তাকে নায়িকা হিসেবে চেয়েছি। তিনি কাজটি করতে রাজি।’

সিনেমাটির প্রাথমিক নাম ঠিক করা হয়েছে ‘লাইফ’। সৈকত নাসির এখন ইমন ও ববিকে নিয়ে ‘আকবর’ সিনেমার কাজ করছেন। এরপর তিনি ‘মাসুদ রানা’র শ্যুটিং করবেন। তারপর লাইফ সিনেমার কাজ শুরু হবে বলে জানান প্রযোজক পিয়াল।

 

 


মন্তব্য করুন