Select Page

মিনার ও নেপালি সুন্দরীর ‘কি করি’ (ভিডিও)

মিনার ও নেপালি সুন্দরীর ‘কি করি’ (ভিডিও)

মাস খানেক আগে প্রকাশিত হয় মিনার রহমানের গান ‘কি তোমার নাম’। নেপালের কাঠমুন্ডু, নাগরকোট এবং ভক্তপুরের বিভিন্ন মনোরম এবং ঐতিহাসিক লোকেশনে এটি শুট করা হয়। মিনারের বিপরীেত ছিলেন নেপালের নায়িকা রেবিকা গুরুং। নতুন গানেও তাই হচ্ছে। শিরোনাম ‘কি করি’।

গানটিতে মডেল হয়েছেন নেপালি মডেল সেলিশা শ্রেষ্ঠা। তার সঙ্গে জুটি বেঁধেছেন দেশের মডেল তারিফ রহমান। এ ছাড়া ভিডিওতে সংগীতশিল্পীর ভূমিকায় মিনারকেও দেখা যাবে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর করেছেন মিনার নিজেই। ইমন চৌধুরী গানটির সংগীতায়োজন করেছেন। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ব্যানার গানচিল।

গানের গীতিকার রবিউল ইসলাম জীবন জানান, ‘কি করি’ গানটি তাঁর নিজের অনেক পছন্দের। গত ২৫ মে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশের পর দারুণ সাড়া পেয়েছেন তিনি। আশা করছেন, গানের ভিডিওটিও সবাই ভালোভাবে গ্রহণ করবেন।

অন্যদিকে, গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী মিনার আরো বলেন, ‘রবিউল ইসলাম জীবন ভাইয়ের কথায় এটা ছিল আমার প্রথম কাজ। আমরা অনেক যত্ন নিয়ে গানটি বানিয়েছিলাম। ইমন চমৎকার সংগীতায়োজন করেছেন। অবশেষে গানটির ভিডিও আসছে। আমার বিশ্বাস, সবাই গানটি উপভোগ করবেন।’

এ প্রসঙ্গে গানচিলের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল বলেন, ‘যেকোনোগানের গুণগত মান ভালো না হলে সেটা আমার প্রচার করি না। এই গানের ভিডিওটি চমৎকার হয়েছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’

 


মন্তব্য করুন