Select Page

মিমের ঝুলিতে যৌথ প্রযোজনার ৪ ছবি

মিমের ঝুলিতে যৌথ প্রযোজনার ৪ ছবি

কলকাতার সৃজিত মুখার্জি ২০১৩ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের মিশর রহস্য ছবিটি নির্মাণ করেছিলেন। এবার তিনি তৈরি করছেন ‘ইয়েতি অভিযান’। সেখানে বাংলাদেশ থেকে অভিনয় করবেন ফেরদৌস বিদ্যা সিনহা মিম। এছাড়া আরো তিনটি ছবিতে চূড়ান্ত হয়েছেন এ নায়িকা।

এবারের ছবিটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘কাকাবাবু’ সিরিজের তৃতীয় বই পাহাড়চূড়ায় আতঙ্ক অবলম্বনে তৈরি করা হবে। ঢাকার দুই তারকার অন্তর্ভুক্তি প্রসঙ্গে সৃজিত প্রথম আলোকে বলেন, ‘ফেরদৌসের সঙ্গে বেশ আগে থেকেই পরিচয় ছিল। সোহমের বিপরীতে ব্ল্যাক ছবিতে অভিনয় করতে মিম যখন কলকাতায় এসেছিলেন, তখন তার সঙ্গেও পরিচয় হয়েছে। আমি জানি, বাংলাদেশে দুজনই ভালো কাজ করেন। এই ছবির জন্য দুজনের সঙ্গেই আমি বসেছি। আশা করছি ভালো কাজ হবে।’

মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ছবিটির শুটিং শুরু হতে পারে। বাংলাদেশ, ভারত, নেপাল ও সুইজারল্যান্ডে শুটিং করার কথা রয়েছে। মূল চরিত্রে ‘কাকাবাবু’ হিসেবে প্রসেনজিৎকে দেখা যাবে। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।

‘ইয়েতি অভিযান’ শেষ হলেই শুরু হবে রবি কিনাগির ‘ওলটপালট’। এতে মিমের নায়ক সোহম চক্রবর্তী। তারপরই দেখা যাবে জিতের বিপরীতে বাবা যাদবের নাম ঠিক না হওয়া আরেকটি ছবিতে। আগামী বছরের শুরুতে মিম অভিনয় করবেন দেবের বিপরীতে, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।

এ নিয়ে কলকাতা থেকে মিম কালের কণ্ঠকে বলেন, ‘২২ এপ্রিল এসেছি। একটা বড় মিশন নিয়েই আসা। মিশনটা শেষ পর্যন্ত সফল হলো। এখন ঘটা করে সবাইকে বলা যায়। আগামী এক বছর আমি বড় বড় পরিচালক ও অভিনেতাদের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এটা অনেক বড় সৌভাগ্যের। আর এ সুযোগগুলো করে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আমি প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তার মাধ্যমেই এত বছরের অপেক্ষার পালা শেষ হলো। অবশ্যই এবার নতুন এক মিমকে পাওয়া যাবে।’

অন্য ছবিগুলো প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে থাকবে কলকাতার গ্রিনটাচ, গ্রাসরুট ও দেব এন্টারটেইনমেন্ট।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares