Select Page

মিমের নাচে কুপোকাত রাখী (ভিডিও)

মিমের নাচে কুপোকাত রাখী (ভিডিও)

নানা ধরনের বিতর্কে অংশ নিয়ে বলিউডে কোনোমতে নিজের অবস্থান ধরে রেখেছেন রাখী সাওয়ান্ত। আইটেম গানে তার আগের সেই জৌলুস নেই। অনন্য মামুনআমি তোমার হতে চাই‘ সিনেমায় দর্শক মনোরঞ্জনে সেই রাখীকে টেনে আনলেন।

‘ডিজিটাল প্রেম’ শিরোনামের গানটি প্রশংসার চেয়ে নিন্দা কুড়িয়েছে বেশি। সম্ভবত তাই ভেবে সিনেমাটির নায়িকা বিদ্যা সিনহা মিমকে দিয়ে শেষ মুহূর্তে প্রচারণামূলক গান ‘হেইলা দুইলা নাচ’-এর শুট করলেন। গানটি সিনেমায় দেখা না গেলেও ইউটিউবে দেখা যাবে।

বুধবার অনলাইনে ছাড়া হয় ‘হেইলা দুইলা নাচ’। এরপর থেকে মিমের নাচে দর্শকদের প্রশংসা ঝরে পড়ছে। পাশাপাশি তারা জানিয়ে দিলেন রাখীর আইটেম গানের চেয়ে মিমেরটি ভালো লেগেছে তাদের।

‘আমি তোমার হতে চাই’-এ আরো অভিনয় করেছেন বাপ্পী, সাঞ্জু জন, দীপালি ও মিশা সওদাগর। মুক্তি পাবে ১৬ ডিসেম্বর।


মন্তব্য করুন