Select Page

নতুন চার ছবিতে মিলন

নতুন চার ছবিতে মিলন

2013-07-03-17-18-41-51d45cf168206-untitled-4আনিসুর রহমান মিলনের নতুন ছবির নাম ‘রোমান্স‘। চলচ্চিত্রের একজন নায়কের জীবনে যে ধরণের দ্বিধা-দ্বন্ধ ও সংকট আসে, তা নিয়ে আবর্তিত এই ছবির কাহিনি।

রোমান্স ছবির পরিচালক ‘মোস্ট ওয়েলকাম’খ্যাত অনন্য মামুন। ছবিতে মিলনের সঙ্গে অভিনয় করবেন দুজন নতুন শিল্পী।

ছবির শুটিং শুরু হবে ১৯ জুলাই।

এদিকে, ইফতেখার চৌধুরীর ওয়ান ওয়ে এবং অংশুর আদি ছবিতে মিলনের অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে। তিনি পরিচালক মুশফিকুর রহমান গুলজারের নতুন ছবিতেও অভিনয় করবেন। এই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন মৌসুমী। ওয়ান ওয়ে ছবির অন্য দুজন অভিনয়শিল্পী হচ্ছেন ববিবাপ্পী

সুত্র: প্রথম আলো


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares