Select Page

মিলনের সাথে পাওলী দাম ও অঙ্কুশ

মিলনের সাথে পাওলী দাম ও অঙ্কুশ

63678_e1কলকাতার অভিনেত্রী পাওলী দাম ও অভিনেতা অঙ্কুশকে একই সাথে পাওয়া যাবে আনিসুর রহমান মিলন অভিনীত নতুন ছবিতে।

তারা অনন্য মামুনর পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

মামুন জানান, ছবির গল্পটি ত্রিভুজ প্রেম এবং অ্যাকশননির্ভর।

তিনি ইতিমধ্যে ছবি নির্মাণের সব ধরনের পরিকল্পনা করে ফেলেছেন। আসছে ঈদুল আজহার পরই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন