Select Page

মিশন এক্সট্রিমে শুভর নায়িকা ঐশী

মিশন এক্সট্রিমে শুভর নায়িকা ঐশী

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশীকে নায়িকা করে সিনেমা বানাতে আগ্রহী বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজক। ফোনে আলাপের পাশাপাশি দেখা করেও কথা বলেন তিনি। সেসব আলাপ বেশি দূর এগোয়নি।

অবশেষে চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন ঐশী। তার প্রথম সিনেমার নাম ‘মিশন এক্সটিম’, বিপরীতে থাকছেন আরিফিন শুভ। অনেকদিন আগে শুভ ও তাসকিন রহমানের সংযুক্তির খবর পাওয়া গেলেও এবার নায়িকার নাম শোনা গেল।  ঐশী সম্প্রতি ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন।

এ প্রসঙ্গে ঐশী প্রথম আলোকে বলেন, ‘আমি খুব নার্ভাস। ছবিতে এত বড় মাপের সব অভিনয়শিল্পী, কী যে হবে আমার। সবাইকে বলেছি, আমি কিন্তু ভালো অভিনয় জানি না।’

‘মিশন এক্সটিম’ ছবিতে তাঁর চরিত্র নিয়ে ঐশী বলেন, ‘এখনই কিছু বলা ঠিক হবে না। তবে এতটুকু বলব, চরিত্রটি খুব শক্তিশালী।’

‘ঢাকা অ্যাটাক’ সফল হওয়ার পর আরেকটি পুলিশি অ্যাকশন থ্রিলার তৈরির ঘোষণা দেওয়া হয়। ছবির নাম ‘মিশন এক্সটিম’। এই সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন।

‘মিশন এক্সটিম’ পরিচালনা করবেন ফয়সাল আহমেদ। তিনি ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৬ মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে।

ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন এবিএম সুমন, সামস সুমন, মিশা সওদাগরসহ আরও অনেকে। ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে ‘মিশন এক্সট্রিম’-এর।


মন্তব্য করুন