Select Page

মিশাকে জাতীয় পুরস্কার দিলেন মৌসুমী

মিশাকে জাতীয় পুরস্কার দিলেন মৌসুমী

misha-moushumi

১১ মে জমকালো আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন। কিন্তু ছেলের উচ্চশিক্ষা সংক্রান্ত জটিলতার জন্য মিশা সওদাগর তখন যুক্তরাষ্ট্রে ছিলেন। মিশার অনুপস্থিতিতে তার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন অভিনেত্রী মৌসুমী

মিশা দেশে ফিরলে অবশেষে সেই পুরস্কার মিশার কাছে হস্তান্তর করতে উত্তরাস্থ তার বাড়িতে যান মৌসুমী ও ওমর সানি দম্পতি।

মিশার স্ত্রী জুবাইদা রব্বানী মিতা, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, গীতিকার কবির বকুল ও তার স্ত্রী সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নি, অভিনেতা অমিত হাসানের স্ত্রী লাবণী হাসানের উপস্থিতিতে পুরস্কার হস্তান্তর করেন সানি-মৌসুমী দম্পতি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪-এ সেরা অভিনেত্রী বিভাগে ‘তারকাঁটা’র জন্য পুরস্কার পান মৌসুমী, অন্যদিকে ‘অল্প অল্প প্রেমের গল্প’র জন্য সেরা কৌতুক অভিনেতার স্বীকৃতি পান মিশা সওদাগর।


মন্তব্য করুন