Select Page

মিশা-রিয়াজ-খসরুকে বয়কট, কী বললেন নায়ক?

মিশা-রিয়াজ-খসরুকে বয়কট, কী বললেন নায়ক?

খল অভিনেতা মিশা সওদাগর,  চিত্রনায়ক রিয়াজ ও প্রযোজক খোরশেদ আলম খসরুকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টায় ডিআরইউ-এর সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

সংবাদ সম্মেলনে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘মিশা সওদাগর, রিয়াজ ও খোরশেদ আলম খসরুর কোনো সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শন করবে না প্রদর্শকগণ।’

তিনি আরো বলেন, ‘আমার উপর হামলা করা হয়েছে। এজন্য তারা (মিশা, রিয়াজ, খসরু) দুঃখ প্রকাশ করেননি। এর প্রতিবাদ হিসেবে আমরা মিশা সওদাগর, রিয়াজ ও খসরুকে বয়কট করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২৬ জুলাই আমাদের সংগঠনের বার্ষিক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সদস্য সুদীপ্ত, মিয়া আলাউদ্দিন, সোয়েব প্রমুখ।

যৌথ প্রযোজনার সঠিক নিয়ম না মানার অভিযোগ এনে কিছুদিন আগে আন্দোলনে নামে চলচ্চিত্র ঐক্যজোট। তখন সেন্সরবোর্ড ঘেরাও করে চলচ্চিত্র ঐক্যজোট। এ সময় সেন্সর বোর্ডের সামনে নওশাদের ওপর হামলা করা হয়।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিয়াজ বলেন, ‘আমি শুনেছি প্রদর্শক সমিতি থেকে আমাকে বয়কট করার ঘোষণা দেয়া হয়েছে। এবং আমার ছবি তারা সিনেমা হলে চালাবে না। আমার ছবি না চালিয়ে তারা সুখে থাকবেন এমনটি যদি ভেবে থাকেন তবে আমি চাই তাদের সেই সুখ যেন নষ্ট না হয়। একজন নায়ক রিয়াজের ছবি না চালালে যদি প্রদর্শক ও পরিবেশক সমিতি ভালো থাকে এবং হল বাঁচে তবে আমার আফসোসের কী আছে। চলচ্চিত্রের উন্নতি হলে হোক। আমি তো ইন্ডাস্ট্রি ভালো থাকবে বলেই সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নেমেছি।’

‘নারীর মন’ খ্যাত এ নায়ক বলেন, ‘আমি চাইব দেশীয় চলচ্চিত্রের স্বার্থে তারা যৌথ প্রতারণার ছবি, ভিনদেশি ও অশ্লীল কোনো ছবি চালাবেন না। এটা আমার অনুরোধ থাকল।’ রিয়াজ আরও বলেন, ‘একজন বা দুইজন-চারজনের চেয়ে ইন্ডাস্ট্রি বড়। আমাকে বা আমাদের কয়েকজনকে বয়কট করে তারা যদি সিনেমার সুদিন ফেরাতে পারেন তবে কষ্ট পাওয়ার কিছু নেই।’

রিয়াজের দাবি, ‘যেসব অপরাধ তারা আমাদের ওপর চাপাচ্ছেন সেগুলোর জন্য কিছু বলব। দেখুন, আমি জানি আমি কেমন। আমার কোটি কোটি ভক্ত ও দেশের মানুষ জানে রিয়াজ কেমন। তারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন। কাউকে হামলা করেছি আমি এই কথা একটু বেশিই মিথ্যা হয়ে গেল।’

সূত্র : রাইজিং বিডি, জাগো নিউজ


মন্তব্য করুন