Select Page

মিসির আলী হচ্ছেন চঞ্চল, রানু হবেন জয়া

মিসির আলী হচ্ছেন চঞ্চল, রানু হবেন জয়া

বড় পর্দায় হাজির হচ্ছেন হুমায়ূন আহমেদের বিখ্যাত চরিত্র মিসির আলী। আর এই চরিত্রে রূপদান করবেন আয়নাবাজির শরাফত করিম আয়না-খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। সাথে থাকবেন গেরিলা‘র বিলকিস বা জয়া আহসান। সিনেমার নাম ‘দেবী’।

দেবী নির্মান করবেন আয়নাবাজির চিত্রনাট্য রচয়িতা অনম বিশ্বাস। এ ছবির চিত্রনাট্যও রচনা করেছেন তিনি। এ ছবির জন্য অনুদানও পেয়েছেন তিনি। সহপ্রযোজনায় থাকছে জয়ার প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’। দেবী দিয়েই প্রযোজক হিসেবে জয়া এবং পরিচালক হিসেবে অনম বিশ্বাসের অভিষেক হচ্ছে।

বুধবার সংবাদ মাধ্যমের কাছে ‘দেবী’র খবর উন্মুক্ত করেছেন প্রযোজক ও নির্মাতা। ছবিতে রানুর স্বামী আনিসের চরিত্রে অভিনয় করবেন জিরো ডিগ্রি ছবির নির্মাতা অনিমেষ আইচ

ডুব ছবির মত দেবী’ও কি জটিলতায় পড়বে? এমন প্রশ্নের উত্তরে জয়া আশ্বস্ত করে বলেন, ‘হ‌ুমায়ূন আহমেদের পরিবারের পক্ষ থেকে অনুমোদন ও সরকারের অনুদান প্রাপ্তির পর থেকেই আমরা এটি নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রেখেছি। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এটির শুটিং শুরু হচ্ছে।’

দেবী’র অন্যান্য চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ!


মন্তব্য করুন