Select Page

‘মিসির আলী’ থেকে মুক্ত চঞ্চল!

‘মিসির আলী’ থেকে মুক্ত চঞ্চল!

রোববার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘একটা মাস মিসির আলীর ভেতর ডুব দিয়ে থাকা। সর্বসাধনায় মিসির আলীতে মিশে থাকা। একটাই কারণ, দর্শক যেন আশাহত না হয়। আজ দেবী সিনেমার শুটিং শেষ করলাম।’ এমন ক্যাপশনের সঙ্গে জুড়ে দেন দাড়ি-গোঁফ কামানো নিজের একটি ছবি।

মাস খানেক আগে হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্রের কাজ শুরু হয়েছিল। যে চলচ্চিত্রে ‘মিসির আলী’ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। অনেক পাঠকের পছন্দের এই চরিত্রে চঞ্চলের অভিনয় কেমন হয়েছে, তা আপাতত জানার সুযোগ নেই। কারণ, সবে এই বড় পর্দার মিসির আলী শেষ করেছেন তাঁর অংশের শুটিং। চলচ্চিত্রটির শুটিং এখনো চলছে।

এ চরিত্রে অভিনয়ের প্রস্তুতি প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘শুটিংয়ের আগে মহড়া তো নিয়মিতই হয়েছে। পাশাপাশি গেটআপ আনতে দাড়ি-গোঁফ কাটা বাদ দিয়েছিলাম অনেক দিন। ‘‘লুক’’-এ পরিবর্তন আনতে চুলগুলো পুরোপুরি সাদা করা হয়েছিল। যেমনটা পাকা চুল হয়।’

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ক্লাস নেওয়ার মধ্য দিয়ে ‘দেবী’র শুটিং শেষ করলেন চঞ্চল চৌধুরী। তিনি  বলেন, ‘এত জনপ্রিয় একটি চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা অনেক কঠিন। একটা মাস মিসির আলীর মধ্যে ডুবে ছিলাম। আমাকে মিসির আলী হিসেবে দেখে দর্শক যেন হতাশ না হন, সে জন্য সব রকম চেষ্টা করেছি। দাড়ি রেখেছি, ওজন বাড়িয়েছি। একটা মাস ঘোরের মধ্যে ছিলাম। শুটিং শেষ হওয়ায় এই ঘোর থেকে এবার মুক্ত হলাম।’

ছবিতে চঞ্চল পঞ্চাশোর্ধ এক বৃদ্ধ। ছবিটি নির্মাণের জন্য সরকারের কাছ থেকে অনুদান পেয়েছেন চিত্রনায়িকা জয়া আহসান। ছবির প্রযোজকও তিনি। অনম বিশ্বাসের পরিচালনায় আরো অভিনয় করছেন অনিমেষ আইচ, শবনম ফারিয়া, ইরেশ যাকের প্রমুখ।

সূত্র : প্রথম আলো, কালের কণ্ঠ


মন্তব্য করুন