Select Page

মীরাক্কেল থেকে চলচ্চিত্রে

মীরাক্কেল থেকে চলচ্চিত্রে

73305_e61কলকাতার চ্যানেল জি বাংলার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-এ অংশগ্রহন করে বাংলাদেশের বেশ ক’জন পেয়েছেন তারকাখ্যাতি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু হেনা রনি, সজল এবং জামিল আহমেদ। এবার তারা প্রথমবারের মতো আসছেন বাংলাদেশের বড়পর্দায়।

তারা অভিনয় করবেন নতুন পরিচালক মনিরুল ইসলাম সোহেল পরিচালিত প্রথম ছবি ‘টম অ্যান্ড জেরী’তে। অক্টোবরেই শুরু হবে একঝাঁক নতুনদের নিয়ে এই ছবির শুটিং। এর আগে অনুষ্ঠিত হবে মহরত।

নতুন প্রযোজনা সংস্থা ইস্টার্ন মোশন পিকচার্স-এর প্রযোজনায় নির্মীয়মাণ ‘টম অ্যান্ড জেরী’তে তিন মীরাক্কেল তারকার সঙ্গে নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করবেন শ্রাবণ, পুষ্প এবং আদনান। আরও থাকবেন সাদেক বাচ্চু, রেহানা জলিসহ অনেকেই।

ইতিমধ্যে চলচ্চিত্রটির একটি গান রেকডিং সম্পন্ন হয়েছে।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন