Select Page

মুক্তির এক সপ্তাহ আগে গানের শুটিং!

মুক্তির এক সপ্তাহ আগে গানের শুটিং!

ঢালিউডে নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে। মুক্তির আগ মুহূর্তে সিনেমার গানের শুটিং! যেমন; হিমেল আশরাফেরসুলতানা বিবিয়ানা’ মুক্তি পাবে ২৪ মার্চ। এরই মধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে ছবিটি। চলছে প্রচার-প্রচারণাও। কিন্তু ছবির দুটি গানের শুটিং বাকি ছিল। ১৬ ও ১৭ মার্চ কক্সবাজারে গান দুটির শুটিং করেছেন পরিচালক। অংশ নিয়েছেন ছবির পাত্র-পাত্রী বাপ্পী ও আঁচল।

শুক্রবার বিকেলে মোবাইলে কালের কণ্ঠকে হিমেল বলেন, ‘নতুন কোনো গান সংযোজন করছি না। দুটি গানের শুটিং বাকি ছিল। বাপ্পীর শিডিউল না মেলায় আগে শুটিং করতে পারিনি। আগের দিন শুটিং করে ফুটেজ নিয়ে রাতের ফ্লাইটে ঢাকায় ফিরেছি। সেখানে রাতভর সম্পাদনা করে সকালের ফ্লাইটে আবার কক্সবাজার এলাম।’

সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর নতুন দৃশ্য সংযোজন করলে সেন্সর বোর্ড কোনো ঝামেলা করবে না? পরিচালক বলেন, ‘ঝামেলার কিছু নেই। বাড়তি ফি দিয়ে সংযোজন করা ফুটেজ সেন্সরে জমা দিলেই হয়। আমরাও সেটা করব।’

এদিকে পয়লা বৈশাখে মুক্তির কথা রয়েছে শাকিব খান-বুবলি অভিনীত ‘অহংকার’ ও আরিফিন শুভ-নুসরাত ফারিয়ার ‘ধ্যাততেরেকি’। সর্বশেষ খবর মতে, সিনেমা দুটির গানের শুটিং বাকি আছে। কবে হবে তার সিডিউলও ঠিক নেই। তারপরও নির্মাতারা আশা করছেন বৈশাখেই তাদের সিনেমাম মুক্তি পাবে।


মন্তব্য করুন