Select Page

মুক্তির জন্য প্রস্তুত সব পক্ষ, সাংঘর্ষিক আইনের কী  হলো?

মুক্তির জন্য প্রস্তুত সব পক্ষ, সাংঘর্ষিক আইনের কী  হলো?

অনন্য মামুন ‘পাঠান’ আমদানির আবেদনের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সাফটা চুক্তির দুটি ধারা সাংঘর্ষিক বলে এ ব্যাপারে আপত্তি জানানো হয়। যেখানে একটি ধারায় একটি ছবির বিনিময়ে আরেকটি ছবি পণ্যের মতো আমদানি-রফতানি করা যাবে বলা হলেও আরেকটি ধারায় উপমহাদেশীয় ভাষার ছবি বিনিময় করা যাবে না বলে বলা হয়।

এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাখা চাওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা হয়নি বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সারা বাংলার আহমেদ জামান শিমুল।

এই মুহূর্তে ওই আপত্তির কী হয়েছে? —এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ।

প্রতিবেদনে বলা হয়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বলিউড ছবি ‘পাঠান’ অনুমতি পাবে।

অতিরিক্ত সচিব ফারুক আহমেদ বলেন, আমরা আমাদের দিক থেকে ফাইল ছেড়ে দিয়েছি। আমরা আমাদের কিছু অবজারভেশনের কথাও বলেছি, যা আপনারা জানেন। তবে পজেটিভলি বলেছি আমরা। এখন সচিব ও মন্ত্রী মহোদয় চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। আশা করছি আগামীকাল (মঙ্গলবার) মন্ত্রী মহোদয় অফিসে আসলেই অনুমতি পেয়ে যাবে।

সাফটা চুক্তির আওতায় গেল জানুয়ারিতে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি আমদানির অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেন অনন্য মামুন। তিনি শাকিব খান অভিনীত ‘পাঙ্কু জামাই’-এর বিনিময়ে এ ছবিটি আনছেন।

সিনেমা হল মালিকরা ছাড়া চলচ্চিত্রের সকল সংগঠন থেকে হিন্দি ছবি আমদানির ব্যাপারে আগে আপত্তি থাকলেও সম্প্রতি ১৯টি সংগঠন লিখিত দিয়েছে তাদের কোনো আপত্তি নেই। তবে একইসঙ্গে শর্ত জুড়ে দেয় এ আমদানি দুই বছরের জন্য সাময়িক অনুমতি যেনো হয়। এই সময়ে প্রথম বছরে ১০টি, দ্বিতীয় বছরে ৮টি ছবি, মোট ১৮টি ছবি আমদানির অনুমতির সুপারিশ করেন নেতারা। একইসঙ্গে তারা আরেকটি এই শর্ত দেন— এই দুই বছর বাংলা ছবির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বাড়লে যাতে আর হিন্দি ছবি চালানোর অনুমতি দেওয়া না হয়।

এদিকে জানা গেছে, ৩ মার্চ ছবিটি মুক্তির ব্যাপারে সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করেছেন অনন্য মামুন। দেশের অনেক সিনেমা হলেও ‘পাঠান’-এর পোস্টার লাগানো হয়েছে। প্রথম সপ্তাহে যে কয়টা হল পান না কেনো দ্বিতীয় সপ্তাহে ৬০টি হলে ছবিটি মুক্তির প্রস্তুতি নিয়েছেন তিনি। এজন্য প্রয়োজনীয় সার্ভার ও প্রজেকশন সিস্টেম আনতে এ মুহূর্তে ভারতে অবস্থান করছেন মামুন।

এদিকে ‘পাঠান’-এর মাঝে দেশী সিনেমা ‘ওরা ৭ জন’কে প্রেক্ষাগৃহ দিতে অস্বীকৃতি জানাচ্ছে হল মালিকরা। একই দিন মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘জেকে ১৯৭১’ নামের আরেকটি ছবির।


মন্তব্য করুন