Select Page

মুক্তি পাচ্ছে ‘ওয়ার্নিং’

মুক্তি পাচ্ছে ‘ওয়ার্নিং’

kghf

২০১৪ সালের ঈদুল আজহায় সাফিউদ্দিন সাফি পরিচালিত ‌‘ওয়ার্নিং’ মুক্তির কথা শোনা যায়। কিন্তু পরে তা পিছিয়ে যায়। এরপর জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল। ঘটা করে অডিও রিলিজ হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে আবারও পিছিয়ে যায় আরিফিন শুভমাহিয়া মাহি অভিনীত চলচ্চিত্র ‘ওয়ার্নিং’।

নতুন ঘোষণা অনুযায়ী ১ মে মুক্তি পাবে রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের ‘ওয়ার্নিং’। এতে আরিফিন শুভকে নতুনভাবে উপস্থাপন করা হবে। পরিচালক তাকে নিয়ে দারুণ আশাবাদী।

এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, শিবা সানু প্রমুখ। ম্যাপল ফিল্মস প্রযোজিত ‘ওয়ানিং’ এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

‘ওয়ার্নিং’-এ গান রয়েছে ৬টি। এগুলো লিখেছেন কবির বকুল। শওকত আলী ইমনের সঙ্গীত পরিচালনায় গানে কণ্ঠ দিয়েছেন জেমস, শাফিন আহমেদ, ন্যান্সি, কনা, রূপম, দিনাত জাহান মুন্নী, রমা ও সায়মন।  এর মধ্যে কয়েকটি গান জনপ্রিয়তা লাভ করেছে।


মন্তব্য করুন