Select Page

মুক্তি পেল ‘দবির সাহেবের সংসার’

মুক্তি পেল ‘দবির সাহেবের সংসার’

17676_e3ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে কমেডি ছবি ‘দবির সাহেবের সংসার’। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু

ছবিতে দবির সাহেব বা নামভূমিকায় অভিনয় করেছেন আলীরাজ। ছবির প্রধান নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন বাপ্পী, রোজ মাহী। এ ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন আলেকজান্ডার বোসহ অনেকে এবং ছবির একটি বিশেষ চরিত্রে শাকিব খান

কাহিনী সংক্ষেপ : দবির সাহেব নামে একজন রিটায়ার্ড জজের পরিবারকে কেন্দ্র করে। দবির সাহেবের বাড়িতে গৃহকর্মীর চাকরি পায় কুদ্দুস, চুমকি ও আক্কাছ। কুদ্দুস ও আক্কাছের চাকরির শর্ত হলো, একমাসের ভেতরে যে ভালো কাজ করবে তার চাকরি স্থায়ী হবে। আর যে খারাপ করবে তাকে চাকরি খোয়াতে হবে। এ নিয়ে কুদ্দুস ও আক্কাছের মধ্যে রেষারেষি লেগেই থাকে। তাদের এই দ্বন্দ্ব আরও বেড়ে যায় চুমকিকে নিয়ে। তারা দুজনেই চুমকিকে ভালোবাসে। দবির সাহেবের হাস্যরসাত্মক নানা কর্মকান্ডের সঙ্গে তাদের তিনজনের দ্বন্দ্বযুদ্ধ সিনেমার গল্প এগিয়ে নেয়।


মন্তব্য করুন