Select Page

মুক্তি পেল দুই ছবি

মুক্তি পেল দুই ছবি

Rayman1-656x330

শুক্রবার মুক্তি পেল নতুন পরিচালক আকিব পারভেজ ও মাশরুর পারভেজ জীবরান পরিচালিত প্রথম ছবি ‘অদৃশ্য শত্রু’ এবং মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘কখনো ভুলে যেও না’।

‘অদৃশ্য শত্রু’ নির্মিত হয়েছে পারভেজ ফিল্মসের ব্যানারে। প্রযোজক মাসুদ পারভেজ বা নায়ক সোহেল রানা ও কামাল পারভেজের দুই ছেলে আকিব পারভেজ ও মাশরুর পারভেজ জীবরান এ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। আকিব পারভেজ এ ছবিতে ইউল রাইয়ান নামে দর্শকদের সামনে আসছেন। তার সঙ্গে রয়েছেন নবাগতা প্রিয়া আমান, জায়েদ খান, জাভেদ, আহমেদ শরীফ, ডন, সুচরিতা ও সোহেল রানা।

emon__bg_894103435-660x330

এসএস মাল্টিমিডিয়া হাউজের ব্যানারে নির্মিত ‘কখনো ভুলে যেও না’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, নবাগতা তানি, পুষ্পিতা, রেবেকা, মানস বন্দ্যোপাধ্যায়, রেবেকা মণি, ববি, সাংকো পাঞ্জা, আমীন সরকার, টোয়েল, শাহিন, মিজু আহমেদ ও আহমেদ শরীফ।


মন্তব্য করুন