Select Page

মুক্তি পেল ‘ভালোবাসা এক্সপ্রেস’

মুক্তি পেল ‘ভালোবাসা এক্সপ্রেস’

52c13a26b144c-Shakib-2রাজধানীসহ দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল  শাকিব খান অপু বিশ্বাস অভিনীত ‘ভালোবাসা এক্সপ্রেস’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি

শুরুর দিকে এ ছবির নাম ছিল ‘রেড দ্য কালার অব লাভ’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ভালোবাসা এক্সপ্রেস’।

ছবিটি নিয়ে অপু বলেন, ‘সুন্দর গল্পের চলচ্চিত্র এটি। অত্যাধুনিক প্রযুক্তি, বিচিত্র লোকেশনসহ আধুনিকতার ছোঁয়া রাখা হয়েছে ছবিটিতে। আশা করছি, শাকিবের সাথে আমার এ ছবিটি দর্শক গ্রহণ করবে।’

তিতাস কথাচিত্র প্রযোজিত ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। এছাড়া ছবিটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতার প্রথম রানারআপ মিম চৌধুরীর।


মন্তব্য করুন