Select Page

মুক্তি পেল রাজত্ব

মুক্তি পেল রাজত্ব

Rajotto-235x275রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ইফতেখার চৌধুরীর নতুন ছবি ‘রাজত্ব‘। ১০২ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রাজত্ব’। ফ্যাটম্যান মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন সাইদুর রহমান মানিক। এ ছবির মধ্য দিয়ে আবারও প্রেক্ষাগৃহে আসছেন শাকিব খানববি জুটি।

সিনেমাতে দেখা যাবে, সম্রাট তার এলাকাতে ‘১০% সম্রাট’ নামে পরিচিত। তার ভয়ে সন্ত্রস্ত পুরো এলাকা। কিন্তু তার মা জানে, সে একজন পুলিশ অফিসার। একদিন ঘটনাচক্রে পরিচয় রিয়ানার সঙ্গে। রিয়ানা তখন তার বোনের খুনিদের উপর প্রতিশোধ নিতে হন্যে হয়ে ঘুরছে। সব শুনে সম্রাট যোগ দেয় রিয়ানার সঙ্গে।

এ সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রেবেকা ও প্রবীর মিত্র।

ছবিটিতে মোট ৫টি গান রয়েছে। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন অদিত। আবহ সংগীত করেছেন আলাউদ্দিন আলী এবং মানাম আহমেদ।

ছবি মুক্তির আগে নানা কারণে আলোচিত হয়েছে।


মন্তব্য করুন