Select Page

মুম্বাইয়ে ‘আকাশ কত দূরে’

মুম্বাইয়ে ‘আকাশ কত দূরে’

image_1539_369078.gifপ্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মুম্বাই নারী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে শুধুই নারী নির্মাতাদের ছবির অংশগ্রহণ থাকছে। ৮ অক্টোবর থেকে শুরু হয়ে সাত দিনের এই আয়োজন চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। ১৫০টিরও বেশি ছবির এই উৎসবের ওয়ার্ল্ড সিনেবাস্টারস শাখায় আমন্ত্রণ পেয়েছে সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কত দূরে’।

সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন রাজ্জাক, ফারিয়া, মিশা সওদাগর, আরেফসহ অনেকে। এর চিত্রনাট্য লিখেছেন জুলফিকার রাসেল। সামিয়া জামান বললেন, ‘উৎসব পরিচালক অবিনাশ পাওয়ারের সঙ্গে কথা বলে জেনেছি, এই উৎসবের মূল উদ্দেশ্য নারী নির্মাতাদের তাদের প্রতিভা প্রকাশের মঞ্চ গড়ে দেওয়া।’

উৎসবে বাংলাদেশ থেকে একই শাখায় থাকছে শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’, হুমায়রা বিলকিসের ‘লালবাগের মাসুদ রানা’ ও তাসমিয়া আফরিন মৌর ‘টোকাই ২০১২’।

সূত্র: সমকাল


মন্তব্য করুন