Select Page

‘মেন্টাল’ ট্রেলার যা বলছে

‘মেন্টাল’ ট্রেলার যা বলছে

mental

শামীম আহমেদ রনির প্রথম সিনেমা ‘মেন্টাল’ এর ফার্স্টলুক বা ট্রেলার প্রকাশ পেয়েছে সোমবার। চলচ্চিত্রটির ট্যাগ লাইন ‘ইট ক্যান বি ইয়োর লাভ স্টোরি’। অতি কল্পনা না হলে এটা বাস্তবে কারো লাভ স্টোরি হওয়া অসম্ভব। তবে সিনেমা হিসেবে মেনে নিতেই পারেন কেউ কেউ।

আগে যেমনটা শোনা গিয়েছিল, সেভাবে ট্রেলার দেখে মনে হয় মেন্টাল প্রতিশোধের কাহিনী। পাবর্ত্য অঞ্চলে সোডিয়ামের খনি আবিষ্কৃত হয়। এক গডফাদার সে খবর পেতেই দলবল নিয়ে সে এলাকায় ত্রাস ‍সৃষ্টি করে। দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে দিতে চায়। এ খবর পেয়ে যান টিভি রিপোর্টার সিমি। কিন্তু সিমির অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের আগেই জেনে যায় গডফাদার। সিমিকে সপরিবারে মেরে ফেলে। এ খবর কানে যেতেই উন্মাদের মতো হয়ে যায় তার প্রেমিক নিশান। প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে গডফাদারের আস্তানায় হামলা চালায় সে।

ফলে নতুনত্ব কী থাকছে তা-ই দেখার বিষয়। প্রতিশোধে যদি নতুন কিছু যোগ করা যায়- তবে এ ছবি নিয়ে এতো আলোচনার মূল্য থাকবে। তেমন কোনো ধারণা দেয় না ট্রেলারটি। তারপরও আশাবাদী হতে দোষ কী!

অবশ্য দুইজনের ফার্স্টলুক ফাটাফাটিই বলা যায়। শাকিব খানমৌসুমী হামিদের। শাকিবকে অ্যাংরি ইমেজে দেখা যাচ্ছে। যদিও টাইটেল ট্র্যাকে অ্যাংরি ইমেজের কোনো রেশ নেই। হতাশাজনক ট্র্যাক। অন্যদিকে বোল্ড অবতারে মৌসুমী হামিদের কাছে এ সময়ের আইটেম গার্লরা ফেল। হয়ত এর মাধ্যমে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তার আইটেম গার্ল ক্যারিয়ার।

Mental (1)

ট্রেলারে একটুখানি আঁচলকে দেখা গেলেও অনেকখানি তিশাকে দেখা গেছে। তিশাকে আকর্ষণীয়ই লেগেছে। তিশা হয়ত এ সিনেমাকে অনেকখানি টানবেন। খানিকটা মৌসুমী হামিদও। পড়শিরটা বাকি থাকল। সম্ভবত তিনি এ চলচ্চিত্রের আগামী ট্রেলারের চমক।

ট্রেলারের দেখানো দৃশ্য ও অ্যাকশানে চমক আছে। সবমিলিয়ে গতানুগতিক পাঁচমিশালী ফর্মুলায় নির্মিত ট্রেলারটি আকর্ষণীয় ও কৌতুহল জাগাতে সক্ষম।

ইতোমধ্যে চলচ্চিত্রটির কয়েকটি ট্র্যাক রিলিজ হয়েছে। একটি নিয়ে জল কম ঘোলা হয়নি। সিনেমাটি প্রযোজনা করছে বাংলা এক্সপ্রেস ফিল্মস ও পরিবেশনায় থাকছে দ্য অভি কথাচিত্র


মন্তব্য করুন