Select Page

‘মেন্টাল’ থেকে ‘রানা পাগলা’, নায়কের সুবুদ্ধি!

‘মেন্টাল’ থেকে ‘রানা পাগলা’, নায়কের সুবুদ্ধি!

shakib-khan-mental-rana-pagla

দুই বছরের আগে শুরু হয় শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’-এর দৃশ্যায়ন। বার বার নানা জটিলতার কারণে পিছিয়ে যায় শুটিং। সবকিছু শেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতরে। তখনই দেখা দেয় অনাকাঙ্ক্ষিত ঝামেলা।

সেন্সর বোর্ডের কারণে নাম পাল্টে রাখা হয় না ‘রানা পাগলা’। সেন্সর পাওয়ার পরপরই এ নামে অনাস্থা প্রকাশ করেন শাকিব খান। এমনকি চলতি ঈদে ছবিটির মুক্তিতে অনাগ্রহের কথাও জানা যায়।

এমন টালমাতাল অবস্থায় সিনেমাটি নির্মাণের আদ্যোপ্রান্ত জানালেন প্রযোজক পারভেজ চৌধুরী। জানালেন তার হারানোর গল্প আর শাকিবের নতুন করে উত্থানের কথা।

‘আমার দেশ, আমার ঈদ, আমার নায়ক, আমার নায়িকা, আমার ডিরেক্টর, আমার চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্র।’— শিরোনামের দীর্ঘ স্ট্যাটাসে বুধবার রাতে পারভেজ লেখেন, “সর্ব প্রথম ছবি বানাবো চিন্তা নিয়ে ঘুরতে ছিলাম, তখন একটা গল্প নিয়ে চট্রগ্রাম ইউনিভার্সিটি, সুয়েট এবং চট্রগ্রাম মেডিকেল ঘুরে আসলাম ডিরেক্টর সাজ্জাদ সুমনকে নিয়ে। তারপরে ফিল্ম পাড়ায় আমার বিচরণ শুরু । সাথে ভালো সম্পর্ক হয়ে গেলো এডভোকেট সাইদুর রহমান মানিক ভাই এবং প্রযোজক সমিতির সাবেক সভাপতি খসরু ভাইয়ের সাথে। দুইজন আমাকে বাংলা ছবির গল্প এবং দর্শক সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন। তার সাথে একটা কথা বলতেন, নাটকের ডিরেক্টরের ছবি আমাদের রেগুলার দর্শক গ্রহন করেন না। এমন করে নিজেকে নাটকের থেকে বের করে ফিল্মের মানুষ হতে চেষ্টা করলাম। সাথে নোট করতে লাগলাম ব্যবসাসফল ছবি নির্মাণ করতে কী কী লাগবে। ভালো গল্প, ভালো গান, ভালো পরিচালক এবং দর্শক চাহিদার হিরো। খসরু ভাই এবং সাইদুর রহমান মানিক ভাইয়ের কথায় আমার এবং সাজ্জাদ সুমনের গল্প নিয়ে ছবি করার চিন্তা বাদ দিলাম। তখন শামীম আহমেদ রনি এফডিসি ছেড়ে টিভির কাজ করছেন, সময়টা মান্না ভাই মারা যাওয়ার পরের কথা। আমার দুইটা নাটক রনির পরিচালনায়, সে এফডিসি পাড়া থেকে কাজ শুরু করার কারণে নাটকের মধ্যে ফিল্মিক একটা ভাব থাকে। সেখান থেকে বুঝতে পারি, তাকে দিয়ে আসলে নাটক না, ছবিই বানানো উচিৎ। তখন রনি আজকের বসগিরি ছবির প্রডিউসার টপি ভাইয়ের ‘ওয়ার্নিং’ ছবি পরিচালনা করার কথা থাকলেও, শেষের দিকে তাদের মাঝে একটা লোক সম্পর্কের ফাটল ধরিয়ে দেন। আর রনির হাত থেকে ‘ওয়ার্নিং’ হাত ছাড়া হয়ে যায়। সে রাতে সে সুসাইড করতে যাবেন বলে আমাকে টেক্সট করেন। তার মানসিক অবস্থা বিবেচনা করে তারপর দিন আমি দেখা করে বলি, আমি ছবি বানাবো, তুমি কাজ শুরু করো। প্রথম আলোচনা নাম?

shakib-khan-mental-rana-pagla1

আপনারা আমার যে দুটা বাচ্চার ছবি দেখেন, তার মা একজন মানসিক রোগী ছিলেন বিয়ের প্রথম থেকে। তার সাথে আজকে আমার কোন সম্পর্ক নেই। আমাদের মাঝে ডিভোর্স হয়ে গিয়েছিল, ছবি করার প্লান চলার মাত্র চার মাস আগে। তাকে আমি আদর করে ‘মেন্টাল’ ডাকতাম। সেখান থেকে ছবির নাম জম্ম নেন ‘মেন্টাল’। তারপরে হিরো?

তখন শাকিব খানের ‘ফাঁদ’ এবং ‘ভালোবাসা এক্সপ্রেস’র হল রিপোর্ট খুব বাজে। সবাই শুভকে নিয়ে চিন্তা শুরু করেছেন, আমিও তাদের দলে যোগ দিলাম। শুভ এবং বাপ্পীর সাথে আমাদের মিটিং শেষ করে মিশা ভাইয়ের সাথে দেখা করতে উত্তরা উনার বাসায় গেলাম। মিশা ভাই— ‘না না শাকিব ছাড়া ছবি বানাবে না। শাকিব খানকে দিয়ে ছবি বানাও আমি সাপোর্ট দেবো।’ সাথে বাস ঐদিন কুরিয়ানা মিটিং সেট করে দিলেন মিশা ভাই। তারপরের নাটক কম-বেশি সবাই জানেন। আমি আপনাদের হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে পারছিলাম না, কারণ ‘মেন্টাল’ নামে আমি ছবি সেন্সরে জমা দিলে ছবি ঈদে রিলিজ দিতে পারতাম না। নানা রকম ঝামেলা করে ছবি ঝুলে যেতো। তাই কাউকে না জানিয়ে, ‘রানা পাগলা’ নাম দিয়ে ছবি সেন্সর করিয়েছি।

ছবি রিলিজ করার জন্যে আমি আমার ১০ বছরের ভালোবাসা জড়ানো নাম ‘মেন্টাল’ বাদ দিয়েছি, কষ্ট আপনাদের থেকে আমার বেশি হচ্ছে। কিন্তু এ ছবির জন্যে দুইটা ফ্ল্যাট বিক্রি করেছি, নিজের ব্যবহারের গাড়ি বিক্রি করেছি। কয়েকবার মেরে ফেলার উদ্যোগও নিয়েছিলেন, আল্লাহ্‌ বাঁচিয়ে রেখেছেন এতিম বাচ্চাদের জন্যে। শাকিব ভাইয়ের উপরে আমার গল্প ছিল ‘মেন্টাল’। ‘মেন্টাল’ রাখলে যখন ঝামেলার সম্মুখীন হতে হবে, চরিত্রে শাকিব ভাইয়ের নাম রানা। তাই ‘রানা পাগলা’ নামে সেন্সর ছাড়পত্র আবেদন করেছি। সেক্ষেত্রে আমি বলতে চাই, শাকিব খানের দূঃসময়ে আমি ‘মেন্টাল’ দিয়ে সবার পছন্দের শাকিব খান বানিয়েছি। যারা শাকিব খানের ছবি দেখতেন না, তারাও ‘মেন্টাল’র পরে তার ড্রেস আপের কারণে লুকের অনেক পরিবর্তন এনেছি। এখন সর্বশ্রেনীর মানুষ পছন্দ করেন কোন সন্দেহ নেই। আশা করি আমার হিরোর সু-বুদ্ধি উদয় হবে। নিজের ভাল-মন্দের পাশাপাশি আমাদের দুঃখের ভাগীদার হতে চেষ্টা করবেন। আল্লাহ্‌ আপনাকে অনেক দিয়েছেন, আর আমি সব হারিয়ে আপনাকে একটা ভালো ছবি দিয়েছি স্বীকার করুন। সবাই ভালো থাকুন, শুভ রাত্রী।”


মন্তব্য করুন