Select Page

মেহজাবিন পরবাসিনী চলচ্চিত্রের প্রধান নায়িকা নন!

পরবাসিনী চলচ্চিত্রে মেহজাবিন প্রধান নায়িকা নন, বরং ৮/১০ জন এলিয়েন চরিত্রের একজন – এমন দাবী করেছেন পরবাসিনী চলচ্চিত্রের সহকারী পরিচালক ভাস্কর দে জনি। পরবাসিনী চলচ্চিত্রের ফেসবুক পেজ ‘Porobashinee’ থেকে দেয়া এক স্ট্যাটাসে জনি এ কথা জানান। গত ৪ জুন একটি দৈনিকে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘ডুবোশহর’ এ অভিনয প্রসঙ্গে মেহজাবিন বলেন, যদিও তিনি কিছুদিন পরবাসিনী ছবির শ্যুটিং করেছিলেন, এখন সেই ছবির কোন খবর নেই বলে ‘ডুবোশহর’ই তার প্রথম চলচ্চিত্র। মেহজাবিনের এই বিবৃতির প্রতিবাদ জানিয়ে দেয়া স্ট্যাটাসে জনি জানান, শ্যুটিং ঠিকই হয়েছে কিন্তু শ্যুটিং এ মেহজাবিন উপস্থিত ছিলেন না। শ্যুটিং এর আগে টিম এর পক্ষ থেকে মেহজাবিনকে ফোন করে ও এসএমএস পাঠিয়েও কোন রিপ্লাই পাওয়া যায় নি। পরবাসিনী চলচ্চিত্রটি পরিচালনা করছেন স্বপন আহমেদ। মেহজাবিন পরবাসিনী চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী নন জানিয়ে স্ট্যাটাসে বলা হয় – ছবির শ্যুটিং শেষ পর্যায়ে এবং ছবির প্রধান অভিনেত্রী না হওয়ার কারনে মেহজাবিন জানেন না শ্যুটিং চলছে কিনা। তিনি মেহজাবিনকে ভুল তথ্য দিয়ে দর্শককে বিভ্রান্ত না করার অনুরোধ জানানো হয়।


মন্তব্য করুন