Select Page

মেহেরপুরে শুরু ‘পোড়ামন ২’

মেহেরপুরে শুরু ‘পোড়ামন ২’

হিট সিনেমা ‘পোড়ামন’-এর দৃশ্যায়ন হয়েছিল পার্বত্য এলাকায়। এবার মেহেরপুরের শেখপাড়ায় শুরু হলো দ্বিতীয় কিস্তির শুটিং। শুক্রবার দুপুরে মহরত হয় লোকেশনে। উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আব্দুল আজিজ, সিনেমাটির নায়িকা পূজা, অভিনেত্রী আনোয়ারা, পরিচালক রায়হান রাফিসহ অন্যরা।

মেহেরপুরের বিভিন্ন স্পটে মাসব্যাপী ‘পোড়ামন ২’ এর শুটিং চলবে। ছবিতে পূজার বিপরীতে আছেন ছোটপর্দার অভিনেতা সিয়াম আহমেদ। এর আগে শোনা গিয়েছিল নায়ক হচ্ছেন রোশান। কিন্তু অন্য সিনেমার ব্যস্ততায় ছেড়ে দিতে বাধ্য হন।

মাহিয়া মাহি ও সাইমনকে নিয়ে ২০১৩ সালে জাকির হোসেন রাজু নির্মাণ করেন ‘পোড়ামন’। ছবিটি ব্যবসায়িক সফলতা পায়। এর চার বছর পর শুরু হয়েছে সিক্যুয়ালের শুটিং। মুক্তি পাবে ২০১৮ সালের ভালোবাসা দিবসে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares