Select Page

মেয়ের পরিচালনায় হরর ছবিতে ডিপজল

মেয়ের পরিচালনায় হরর ছবিতে ডিপজল

dijol-oliza ডিপজল ও তার মেয়ে ওলিজা

মেকআপ আর্টিস্ট হিসেবে দেশের বাইরে ভালোই নাম কামিয়েছেন ডিপজলের মেয়ে ওলিজা। এবার কয়েকবছর বিরতির পর মেয়ের পরিচালনায় সিনেমায় ফিরছেন এ খলনায়ক।

শোনা গিয়েছিল হিট সিনেমা ‌‘চাচ্চু’র সিক্যুয়ালে পর্দায় ফিরবেন ডিপজল। এখন বলা হচ্ছে ওলিজার পরিচালনায় হরর ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

নাম প্রকাশ না হওয়া ছবিটির  চিত্রনাট্য প্রায় শেষ পর্যায়ে। চিত্রনাট্য করছেন ছটকু আহমেদ।

পরিচালনা প্রসঙ্গে যুগান্তরকে ওলিজা বলেন, এটি আমার প্রথম ছবি। তাই সিদ্ধান্ত নিয়েছি বাবাকে নিয়েই প্রথম ছবির কাজ করব। ছবির প্রধান চরিত্রে আমার বাবাই অভিনয় করবেন। অন্য চরিত্র চিত্রনাট্যের কাজ শেষ হলেই ঠিক করে ফেলব। আশা করছি শুটিংয়ের সময়টাও শিগগিরই সবাইকে জানাতে পারব।

ডিপজল এবারই কোনো ভৌতিক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নিজের চরিত্র সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা না দিলেও ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

এ অভিনেতা বলেন, ‘আমার মেয়ে যথেষ্ট মেধাবী। আমার বিশ্বাস সে ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করে দেখাবে। এজন্য আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা তার প্রতি থাকবে।’


মন্তব্য করুন