Select Page

মে মাসে প্রেমের দুই চলচ্চিত্র

মে মাসে প্রেমের দুই চলচ্চিত্র

ochena-hridoy

মে মাসে মুক্তি পাবে রোমান্টিক ঘরানার দুই চলচ্চিত্র– ‘বোঝে না সে বোঝে না’ ও ‘অচেনা হৃদয়’। ৮ মে মুক্তি পাবে মনতাজুর রহমান আকবর পরিচালিত, আকাশআঁচল জুটি অভিনীত ছবি ‘বোঝে না সে বোঝে না’। ইমনপ্রসূন আজাদ অভিনীত, এস আই খান পরিচালিত ‘অচেনা হৃদয়’ মুক্তি পাবে ১ মে।

‘বোঝে না সে বোঝে না’ চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। মনতাজুর রহমান আকবর পরিচালনা করেছেন। ২৭ এপ্রিল ছবির ট্রেইলরটি ইউটিউবে প্রকাশ করা হয়। সারাদেশের ৫০-৬০টি হলে মুক্তি পাবে ছবিটি। এতে আরো অভিনয় করেছেন, অমিত হাসান, বিপাশা কবির, প্রবীর মিত্র, রেহানা জলি, মাহমুদুল ইসলাম মিঠু, সুশান্ত, ফকিরাসহ আরো অনেকে অভিনয় করেছেন।

unnamed

‘অচেনা হৃদয়’ ১৭ এপ্রিল মুক্তি পাবার কথা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে এর মুক্তির তারিখ এক মাস পেছানো হয়।

ত্রিভুজ প্রেমের ও অ্যাকশননির্ভর ছবি ‘অচেনা হৃদয়’ পরিচালনা করেছেন এস আই খান। এ ছবির কাহিনী লিখেছেন মাসুদ হাসান ও অঞ্জন সরকার জিমি। আসিফ আকবর প্রযোজিত এ চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে ফিল্ম লাইফ প্রোডাকশন্সের ব্যানারে। ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন টাইগার রবি। এছাড়া ছবিতে আইটেম গানে দেখা যাবে সাদিয়া আফরিনকে। রোমান্টিক ও মেলোডি ধাঁচের এ ছবিতে মোট ৬টি গান রয়েছে। এসব গানের কথা লিখেছেন ওয়াহিদ বাবু ও পিন্টু ঘোষ। সুর ও সংগীতায়োজন করেছেন বেলাল খান ও পিন্টু ঘোষ। গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, নওমী, সুকন্যা।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares