Select Page

মৌসুমীকে নিয়ে কটুক্তি করেছিলেন মুরাদ, পদত্যাগে খুশি ওমর সানী

মৌসুমীকে নিয়ে কটুক্তি করেছিলেন মুরাদ, পদত্যাগে খুশি ওমর সানী

প্রধানমন্ত্রীর তোপের মুখে পড়ে পদত্যাগপত্র জমা দেওয়া তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান শুধু মাহিয়া মাহিকেই নয় মৌসুমীকে নিয়েও কটুক্তি করেছিলেন।

বেশ কিছুদিন আগে এ ঘটনা ঘটলেও প্রতিবাদে মুখ খোলেননি কেউ। কিন্তু সোমবার মুরাদকে পদত্যাগ করার নির্দেশ দেওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস দেন ওমর সানী।

গত অক্টোবরের শেষ সপ্তাহে ‘স্বপ্নের রাজকুমার’ ছবির মহরতে ডা. মুরাদ হাসান বলেন, ‘‘কেয়ামত থেকে কেয়ামত’ অসাধারণ একটি ছবি। সুপার-ডুপার হিট। মৌসুমী এখনও অভিনয় করছেন। সবই ভালো, শুধু ওয়েটটা কমাতে হবে। ফিল্মে যারা অভিনয় করবেন, তাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, ওয়েটটার দিকে নজর রাখবেন।’’

বিষয়টি নিয়ে সম্প্রতি আরও ব্যঙ্গাত্মকভাবে কথা বলেন এই রাজনীতিক।

গত ৩০ নভেম্বর ‘ময়ূরাক্ষী’ ছবির মহরতে বলেন, ‘‘এর আগে মৌসুমীকে নিয়ে কথা বলেছিলাম। অনেকেই মাইন্ড করেছেন। মৌসুমীকে টার্গেট করে বলেছি, তা তো নয়। আমি সবাইকে বলেছি। একজন নায়িকার ওয়েট কন্ট্রোল করতে হবে। নায়িকার ভূমিকায় কেউ যদি এমন ‘মোটাসোটা’ হয়, এতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়।’’

একই অনুষ্ঠানে শাকিবের অভিনয়কে ‘তেলাপোকার মতো লাফালাফি’ বলে মন্তব্য করেন মুরাদ।

শাকিব খানকে নিয়ে যেদিন মানহানিকর বক্তব্য দেন, সেদিন তিনি বলেছিলেন, ‘আমাদের দেশে কিন্তু ভালো ছবি খুবই কম নির্মাণ হচ্ছে। একটু আগে আমি সোহান ভাইকে বললাম, শাকিবকে দেখলে অনেক সময় আমি দুষ্টামি করে বলি, এই, তুই তো অভিনয় জানোস না। তুই তো শুধু লাফাস।’

সেই অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রীর দাবি ছিল, শাকিব তাকে বলেছেন, এসব বলে তিনি যেন তাঁর মার্কেটটা নষ্ট না করেন। এরপর তিনি বলেছেন, বিষয়টা হলো যে এটা মার্কেট খাওয়ার ব্যাপার না। সিনেমা যদি কেউ দেখে, তার মধ্যে উপজীব্য কিছু যদি না থাকে, স্টোরি, কাহিনি না থাকে, তো তুমি শুধু লাফাইতেছ, নাচতেছ, গান গাইতেছ তেলাপোকার মতো—এটা তো উপভোগ করার চেয়ে পেইন লাগে। এই যে পেইন, এটা থেকে মুক্ত হতে চাই।’

এ দিকে মুরাদকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর সোমবার দিবাগত রাতে ওমরা সানী লেখেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে… ইমনের ফোনটাকে ধন্যবাদ, ইমনকে নয়, আর মাহি ওই মুহূর্তে কি বা করার থাকে কি বা বলার থাকে বলুন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না।’

এর আগে মৌসুমীর বয়স নিয়ে মিশা সওদাগর মন্তব্য করলে লাইভে এসে প্রতিবাদ জানান সানী।


মন্তব্য করুন