Select Page

মৌসুমী-মারুফের শোধ প্রতিশোধ

চিত্রনায়ক কাজী মারুফের সাথে প্রথমবার কাজ করছেন মৌসুমী হামিদ। ছবির নাম ‘শোধ প্রতিশোধ’। গত ১৩ মে থেকে এফডিসি-তে ছবিটির কাজ শুরু হয়েছে। এর আগে ১১ মে তারিখে জহির রায়হান কালার ল্যাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। 

ফিরোজ খান প্রিন্সের পরিচালনায় শোধ প্রতিশোধ ছবিতে একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছেন মৌমিতা মৌ। ছবিটিতে আরও অভিনয় করবেন সাদিয়‍া আফরিন, কাবিলা, ইলিয়াস কোবরা, জীবন খান, হারুন কিসিঞ্জার, গুলজার খান, নবীন ফরিদ, মিজু আহমেদ প্রমুখ।

ছবির কাহিনী অ্যাকশন নির্ভর। সিনেমায় মোট গান থাকবে পাঁচটি যার একটি আইটেম গান। এটি ফিরোজ খান প্রিন্স পরিচালিত চতুর্থ চলচ্চিত্র। কাজী মারুফ বর্তমানে ছিন্নমূল নামে আরেকটি চলচ্চিত্রে কাজ করছেন।

 


মন্তব্য করুন