Select Page

মৌসুমী-মাহি-মোশাররফের ‘বাসর হবে মাটির ঘরে’

মৌসুমী-মাহি-মোশাররফের ‘বাসর হবে মাটির ঘরে’

যৌনকর্মীদের জীবন-সংগ্রাম নিয়ে নির্মাণ হবে চলচ্চিত্র ‘বাসর হবে মাটির ঘরে’। ছবিটিতে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী, মাহি, মোশাররফ করিম, নূতন আর নতুন নায়ক ওমর মালিক। এমনটা জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন।

ছবির নির্মাতা শাহ মোহাম্মদ সংগ্রাম বলেন, সবকিছুই প্রায় চূড়ান্ত হয়ে গেছে। নায়ক ওমর মালিক বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তিনি অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন। এর আগে অবশ্য তিনি মঞ্চনাটকে অভিনয় করেছেন। মার্চের শেষ সপ্তাহে শুটিং শুরু হবে।

ছবিতে মৌসুমী, মাহি, নূতন— তিনজনই যৌনকর্মী চরিত্রে অভিনয় করবেন। যৌনকর্মীর দালালের চরিত্রে থাকছেন মোশাররফ করিম। আর গল্পের নায়ক ওমর মালিক পতিতাবৃত্তি ব্যবসা ভাঙার জন্য সংগ্রামে নামেন। কারণ গল্পে তার কথায় যুগ যুগ ধরে একশ্রেণির লোভী মানুষ দুর্বল আর অসহায় মানুষকে ব্যবহার করে বড়লোক হয়। অসহায় মেয়েদের পতিতা বানিয়ে তারা ব্যবসা করে, অর্থ উপার্জনের অবৈধ পথ বেছে নেয়।

এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন নায়ক ওমর। ওমরের সঙ্গে প্রেম থাকে মাহির। প্রেম আর সমাজ বদলের সংগ্রামের গল্প নিয়ে ছবিটি নির্মাণ হবে বলে জানিয়ে নির্মাতা সংগ্রাম বলেন এই ছবিতে বিনোদনের পাশাপাশি যে বাণী তুলে ধরা হচ্ছে তা হলো— নিয়তি আর প্রকৃতি কাউকে ক্ষমা করে না। কর্মফল তাকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যায়। ছবির গল্প আর চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। আর ছবিটি প্রযোজনা করছেন ওমর মালিক।


মন্তব্য করুন