Select Page

ম্যাগাজিন পাতায় গর্জিয়াস দিলারা জামান

ম্যাগাজিন পাতায় গর্জিয়াস দিলারা জামান

লাইফস্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র আগস্ট সংখ্যা নিশ্চিতভাবে চমকে দিয়েছে পাঠকদের। চলতি সংখ্যার প্রচ্ছদ কন্যা হয়েছেন অভিনেত্রী দিলারা জামান। তাকে এতটা গর্জিয়াস লুকে দেখা যায়নি অনেকদিন।

ম্যাগাজিনটির বিষয় ওয়ার্ক অব আর্ট আর এটি অ্যানুয়েল এইজলেস বিউটি’ ইস্যু। দিলারা জামানের মেকআপ ও কেশবিন্যাস করেছেন ফারজানা শাকিল। ছবি তুলেছেন আবির হোসেন নোমান। পোশাক ওয়ারার।

দিলারা জামানের জন্ম ১৯৪৩ সালের ১৯ জুন। তার অভিনয়ের শুরু ১৯৬৬ সালে ত্রিধরা নাটক দিয়ে। পরে সকাল সন্ধ্যা ধারাবাহিক নাটকে অভিনয় করেন। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। ১৯৯০ এর দশকে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকা (১৯৯৩) এবং আগুনের পরশমণি (১৯৯৪) চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।

২০০০ এর দশকে তিনি ব্যাচেলর (২০০৪), মেড ইন বাংলাদেশ (২০০৭), চন্দ্রগ্রহণ (২০০৮), প্রিয়তমেষু (২০০৯), ও মনপুরা (২০০৯) চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৮ সালের চন্দ্রগ্রহণ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

নির্মাণাধীন রয়েছে তৌকীর আহমেদের পরিচালনায় হালদা ও নূরুল আলম আতিকের পরিচালনায় লাল মোরগের ঝুঁটি।


মন্তব্য করুন