Select Page

‘ম্যাডাম ফুলি’কে ‘ম্যাডাম তুলি’ বানিয়ে ‘ময়ূরাক্ষী’র পোস্টার?

‘ম্যাডাম ফুলি’কে ‘ম্যাডাম তুলি’ বানিয়ে ‘ময়ূরাক্ষী’র পোস্টার?

শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ মুক্তি পেয়েছিল ১৯৯৯ সালে। এ ছবির মাধ্যমে রাতারাতি তারকায় পরিণত হন সিমলা, জেতেন জাতীয় পুরস্কারও। এর পর একাধিক প্রশংসিত সিনেমা করলেও ততটা বিকশিত হয়নি তার ক্যারিয়ার। সর্বশেষ সাবেক স্বামীর উড়োজাহজ ছিনতাই চেষ্টার ঘটনায় আলোচনায় আসেন তিনি।

‘ময়ূরাক্ষী’র ঘোষণা থেকেই শোনা যাচ্ছিল, সিমলাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে সিনেমাটি। উঠে আসবে চলচ্চিত্র জগত ও অপূর্ণ প্রেমের কাহিনী। ওই সময় নায়িকা সিমলা প্রতিবাদও জানান। এ ছাড়া শোনা যায়, ‘ময়ূরাক্ষী’ নামটি নেয়া হয়েছে বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্ক্ষী’ নামের উড়োজাহাজ থেকে, যেটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। এবার ফার্স্টলুক পোস্টার সেই গুঞ্জন আবারো উসকে দিল।

আজ রোববার (১৬ জুলাই) প্রকাশ হয় মুক্তি প্রতীক্ষিত ‘ময়ূরাক্ষী’র প্রথম পোস্টার। যাতে দেখা মেলে এই ছবির নায়িকা ববির একটি পোস্টার! পোস্টারের ভেতরেই আরেকটি পোস্টার দেয়ালে ঝুলছে! যেটির কারণেই খবরের শুরুতে উঠে এসেছে ‘ম্যাডাম ফুলি’। সঙ্গে এসেছে মালেক আফসারীর নামও। কারণে পোস্টারে দেখানে ‘ম্যাডাম তুলি’র পরিচালক শহীদুল ইসলাম খোকন নন খালেক আফসারী। মালেক আফসারীর পরিচালনায়ও অভিনয় করেছিলেন সিমলা। পাশাপাশি তারা ভালো বন্ধুও ছিলেন এক সময়।

‘ম্যাডাম তুলি’র পোস্টারের নিচেই গুটিশুটি মেরে শুয়ে আছেন ‘ময়ূরাক্ষী’র নায়ক সুদীপ বিশ্বাস দীপ।

এছাড়া পোস্টারে রয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহম্মেদ মিলনের ছেঁড়া ফাটা পোস্টার, যিনি রাজধানীজুড়ে পোস্টার লাগিয়ে আলোচিত।

এভাবেই গল্পের পেছনের অনেক গল্প নিয়ে তৈরি হয়েছে রাশিদ পলাশের সিনেমা ‘ময়ূরাক্ষী’র পোস্টার। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল জানায়, এই পোস্টার প্রকাশের মাধ্যমেই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। 

রাশিদ পলাশ জানান, এটি সিনেমাটির থিম পোস্টার। এরপর আরও কিছু পোস্টার প্রকাশ হবে ধারাবাহিকভাবে। আসছে সেপ্টেম্বরে ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে।

নির্মাতা বলেন, ‘সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েনও দেখা যাবে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।’

‘ময়ূরাক্ষী’র গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা গোলাম রাব্বানীও।

‘ময়ূরাক্ষী’-তে ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ ছাড়াও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী প্রমুখ।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা ও জাহিদ নিরব।


মন্তব্য করুন