যদি হোন মাসুদ রানায় অনুপ্রাণিত মুক্তিযোদ্ধা
বাংলা গোয়েন্দা সাহিত্যে অন্যতম প্রধান চরিত্র মাসুদ রানা। এবার মাসুদ রানায় অনুপ্রাণিত মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ আয়োজন করছে চ্যানেল আই। যদিও বিস্তারিত জানায়নি, তবে জেনে নিন চ্যানেলটির ভাষ্য—
কাজী আনোয়ার হোসেন-এর অমর সৃষ্টি দেশপ্রেমিক এক নির্ভীক তরুণ মাসুদ রানা। দেশের জন্য প্রাণ দিতে সর্বদা প্রস্তুত সে। যেমনটি প্রস্তুত ছিলো ১৯৭১-এ আমাদের মুক্তিযোদ্ধারা।
মুক্তিযুদ্ধ কোনো গল্প নয়। তবে সত্য-চরিত্র কোনো কোনো মুক্তিযোদ্ধা হয়তো তখন গল্প চরিত্র মাসুদ রানায় অনুপ্রাণিত হয়। আপনিও কি তাদের একজন?
সত্য হলে, আজই লিখে পাঠান আপনার ঘটনাটি আমাদের কাছে। যোগাযোগের ঠিকানা : ফরিদুর রেজা সাগর ০১৭১১ ৮৭৩ ৮৬০ mr9@channeli.com.bd