Select Page

‘যমজ’ সপ্তম কিস্তিতে মোশাররফ-প্রভা

‘যমজ’ সপ্তম কিস্তিতে মোশাররফ-প্রভা

প্রতি ঈদে প্রচার হয় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত সিরিজ নাটক যমজ। সাফল্যের ধারাবাহিকতায় আসছে রোজা ঈদ উপলক্ষে এই নাটকের সপ্তম কিস্তি নির্মিত হচ্ছে, যমজ ৭।

প্রতিবারের মতো এবারও ‌‘যমজ ৭’ নাটকটি রচনা করেছেন অনিমেষ আইচ। পরিচালনায় রয়েছেন আজাদ কালাম। এবারের ‘যমজ ৭’-এ মোশাররফ করিমের বিপরীতে থাকছেন সাদিয়া জাহান প্রভা।

নির্মাতা আজাদ কালাম বলেন, ‘গেল ৩০ তারিখ থেকে কক্সবাজারে জমজ ৭ নাটকের শুটিং করেছি। এবারের যমজ- এ দর্শক অন্য রকম একটি গল্প পাবেন।’

‘যমজ ৭’ প্রচার হবে আরটিভির ঈদ অনুষ্ঠান মালায়।


মন্তব্য করুন