Select Page

যাওয়া-আসা

যাওয়া-আসা

shakib-jeet

জাজ মাল্টিমিডিয়ার দুটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করছেন শাকিব খান ও জিৎ। দুই সপ্তাহের তারা নিজের শহর বদল করছেন। মজার বিষয় হলো, শনিবার সকালের ফ্লাইটে কলকাতা যাচ্ছেন শাকিব, অন্যদিকে বিকেলের ফ্লাইটে ঢাকায় আসছেন জিৎ।

জাকির হোসেন সীমান্তর পরিচালনায় ‘শিকারী’তে অভিনয় করছেন শাকিব। তার নায়িকা শ্রাবন্তী। অন্যদিকে, বাবা যাদবের পরিচালনায় ‘বাদশা’য় জিতের বিপরীতে থাকছেন নুসরাত ফারিয়া।

দুই তারকাই দুই দেশে সপ্তাহ দুয়েক শুটিং করবেন। ইতোমধ্যে জিতের সিনেমাটির শুটিং শুরু হয়েছে ঢাকায়। কয়েকদিন আগে ‌‘শিকারী’র মহরত করলেন শাকিব।

এ দিকে জাজের আরেক সিনেমায় শিগগিরই আসছেন বলিউড অভিনেতা ইরফান খান। তাকে দেখা যাবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো বেড অব রোজেস’ সিনেমায়।


মন্তব্য করুন