Select Page

যুক্তরাষ্ট্রে ‘সোল্ড আউট’

যুক্তরাষ্ট্রে ‘সোল্ড আউট’

# যুক্তরাষ্ট্রের মুক্তি পেয়েছে ‘দেবী’। ডিসেম্বর পর্যন্ত শিডিউল রয়েছে দেশটির ২২টি প্রদেশে প্রদর্শনীর
# ইতোমধ্যে অনেক শো’র টিকিট সোল্ড আউট
# বর্তমানে দেশে ৫০টি হলে চলছে ‘দেবী’। এর মধ্যে ১৭টিতে শুরুর দিন থেকে প্রদর্শিত হচ্ছে

কিংবদন্তি লেখক প্রয়াত হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত নিউ ইয়র্ক শহরে আমরা ‘দেবী’ নিয়ে আসছি আগামী ৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যে ৯টায় । তারপর আরো ২টা স্ক্রিনিং হবে ১০ নভেম্বর শনিবার বিকেল ৪টায় এবং ১১ই নভেম্বর রোববার বিকেল ৪টায় । বাংলা ছবির পাশেই থাকুন , আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহিত করবে – সুস্থ্য চলচ্চিত্রের জয় হউক ।- ফেসবুকে এমনটা জানালেন সিনেমাটি প্রযোজক ও নায়িকা জয়া আহসান। সাথে পোস্ট করা ছবিতে দেখা যায় ‘দেবী’র বেশ কয়েকটি পোস্টারের উপর লেখা আছে ‘সোল্ড আউট’।

অবশ্য যুক্তরাষ্ট্রে সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে ৩ নভেম্বর। প্রথমদিন ‘দেবী’ দেখতে পেয়েছেন সান ফ্রান্সিসকোর দর্শকরা। জানা যায়, দেশের মতো সেখানকার দর্শকও ‘দেবী’ দেখার ব্যাপক আগ্রহ নিয়ে অগ্রিম টিকিট সংগ্রহ করছেন। প্রদর্শনের আগেই সব টিকিট বিক্রি হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে ‘দেবী’র পরিবেশক বায়স্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ বলেন, সান ফ্রান্সিসকো ও নিউইয়র্কের পর আমেরিকার ২০টি প্রদেশে দেবী প্রদর্শিত হবে। বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি রেকর্ড হবে। এর আগে কখনো আমেরিকার ২০টি প্রদেশে কোনো বাংলা সিনেমা প্রদর্শিত হয়নি।

সিনেমাটি বাংলাদেশে প্রথম সপ্তাহে মুক্তি পায় ২৮টি হলে। তৃতীয় সপ্তাহে এসে চলছে ৫০টি প্রেক্ষাগৃহে, এর মধ্যে ১৭টিতে চলছে শুরুর দিন থেকে। ঢাকার দুই মাল্টিপ্লেক্সে পেয়েছে দৈনিক ২১টি শো। শ্যামলী সিনেমা হলে হচ্ছে ৫টি প্রদর্শনী। এছাড়া চট্টগ্রামের সিলভার স্ক্রিনে পেয়েছে ৬টি শো।

অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের ছবিটিতে আরও আছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের। জানা যায়, শিগগিরই কানাডা, অস্ট্রেলিয়াসহ আরো কিছু দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘দেবী’।


মন্তব্য করুন