Select Page

যেখানে ‘আমি তোমার হতে চাই’

যেখানে ‘আমি তোমার হতে চাই’

বিজয় দিবসে সারাদেশের ৮২ প্রেক্ষাগৃহে মুক্তি পেল অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’। সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো জুটি হয়েছেন ‘সুইটহার্ট’ তারকা বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, দিপালী, ডন, মনিরা মিঠু ও সীমান্ত। আইটেম গানে আছেন বলিউডের রাখী সাওয়ান্ত।

এবার দেখে নেওয়া যাক বাংলাদেশ-নেপালে চিত্রায়িত ‘আমি তোমার হতে চাই’-এর হল তালিকা।


মন্তব্য করুন